ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্দান্ত জয় সঙ্গী হলো বিদায় নেওয়া স্কটিশদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
দুর্দান্ত জয় সঙ্গী হলো বিদায় নেওয়া স্কটিশদের ছবি: সংগৃহীত

ঢাকা: আইসিসির গ্লোবাল কোনো ইভেন্টে প্রথমবারের মতো জয় পেল স্কটল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাইপর্বের দশম ম্যাচে স্কটিশরা ১২ বল হাতে রেখে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হংকংকে।



নাগপুরে অনুষ্ঠিত বাছাইপর্বের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয় দুই দল। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হংকং তোলে ১২৭ রান। জবাবে, ব্যাটিংয়ে পূর্ণ ওভার খেলার সুযোগ পায়নি স্কটল্যান্ড। বৃষ্টি আইনে স্কটিশদের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ৭৬ রান। তবে, দুই ওভার হাতে রেখেই ৭৮ রান তুলে জয় নিশ্চিত করে তারা।

হংকংয়ের হয়ে ৪১ বলে ৪০ রান করেন চ্যাপম্যান। এছাড়া, আটকিনসন ১৩, বাবর হায়াত ১৫, আনসুমান ২১ আর নিজাকাত খান ১৭ রান করেন।

১০ ওভারে ৭৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার জর্জি মুনসি ১৯ (১১ বলে) ও ম্যাথু ক্রস ২২ (১৪ বলে) আউট হন। ১৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন কাইল কোয়েতজার এবং ৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন ম্যাট মাচান।

হংকং-স্কটল্যান্ডের গ্রুপের বাকি দুই দল আফগানিস্তান-জিম্বাবুয়ে। দিনের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে আফগানরা সুপার টেনে খেলা নিশ্চিত করেছে। ফলে, এই গ্রুপ থেকে জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হলো হংকং ও স্কটল্যান্ডকেও।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।