ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের কাছে হারলো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
প্রোটিয়াদের কাছে হারলো ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়েছে ফাফ ডু প্লেসিসের দল।

প্রোটিয়াদের বিপক্ষে ৩ রানে হেরেছে ভারত।

আগে ব্যাটিংয়ে নেমে দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে তোলে ১৯৩ রান।

প্রোটিয়াদের হয়ে ডি কক ৩৩ বলে ৭টি চার আর দুটি ছক্কায় করেন ৫৬ রান। ডু প্লেসিস ১২ রান করে বিদায় নেন। ৪৪ বলে ৬টি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারিতে জেপি ডুমিনি করেন ৬৭ রান। এছাড়া ডেভিড মিলার ১৮, রিলে রুশো ১১ আর ক্রিস মরিস করেন ১৪ রান।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন হারদিক পান্ডে। দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামি।

১৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ১০ রান করে বিদায় নেন। শিখর ধাওয়ান ৫৩ বলে ১০টি চারের সাহায্যে করেন ৭৩ রান। বিরাট কোহলির ব্যাট থেকে আসে এক রান। রাহানে ফেরেন ১১ রান করে। ২৬ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৪১ রান করেন সুরেশ রায়না।

শেষ দিকে ব্যাটে ঝড় তুলে ধোনি ১৬ বলে ৩১ এবং যুবরাজ সিং ৮ বলে ১৬ রান করলেও জয়ের জন্য তা ভারতের যথেষ্ট ছিল না। দুই ব্যাটসম্যানই অপরাজিত ছিলেন। ১৯৩ রানেই টিম ইন্ডিয়ার ইনিংস থামে।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন ডেল স্টেইন, ইমরান তাহির ও কাইল অ্যাবোট।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।