ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আমিরবিরোধী হুঙ্কার দিলেও জয়ের পর প্রশংসায় হাফিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আমিরবিরোধী হুঙ্কার দিলেও জয়ের পর প্রশংসায় হাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানো পেসার মোহাম্মদ আমিরকে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করায় গত ডিসেম্বরে ফিটনেস ট্রেনিং ক্যাম্প বর্জন করেন মোহাম্মদ হাফিজ।

সে সময় পাকিস্তানি এই ওপেনার বলেছিলেন, আমির যে ক্যাম্পে আছেন সেখানে আমরা (সঙ্গে আজহার আলী) অংশ নেবো না।

আর আমাদের অবস্থানও পরিবর্তন করবো না।

আমির ফেরার পর এমন নানান হুঙ্কার দেন হাফিজ। মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমিরকে ২৬ জনের ক্যাম্পে সংযুক্ত করে। তবে এই টি-টোয়েন্টির প্রথম ম্যাচ শেষেই কিনা শুধু সুর নয়; পাক্কা অবস্থাও বদলালেন মোহাম্মদ হাফিজ।

বাংলাদেশের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমির গেলো কয়েক মাস বল হাতে দারুণ করছে। বিশ্বকাপের ম্যাচেও সে খুব ভালো করলো। বিশেষ করে সৌম্যর বোল্ডটি।

তবে এতো প্রশংসাই যখন হাফিজের মুখে মুখে এখন- তবে কেনই বা এতো নাটক ছিল তখন! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়ও তো এ বিষয়ে কম যাননি তিনি। ঘোষণা দিয়েছিলেন, আমির আছেন বলে বিপিএলের দল তামিম ইকবালের চিটাগং ভাইকিংসে খেলবেন না।

তবে এখন দু'জন ঠিকই জাতীয় দলে খেলছেন এক সঙ্গে। আবার ম্যাচ শেষে প্রশাংসাতেও হচ্ছেন পঞ্চমুখ!

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।