ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রবি ফাস্ট বোলার হান্টের সেরা ১০ বোলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
রবি ফাস্ট বোলার হান্টের সেরা ১০ বোলার ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও রবি আজিয়াটা লিমিটেড এর যৌথ আয়োজন ‘রবি ফাস্ট বোলার হান্ট’ এর চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে। ২৩ জন থেকে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে সেরা ১০ বোলারকে।

এছাড়াও একজন মেয়ে ও শারীরিক ত্রুটি (ফিজিক্যাল চ্যালেঞ্জড) রয়েছে এমন দু’জন ফাস্ট বোলারকেও নির্বাচন করা হয়।

রোববার (১৩ মার্চ) মিরপুরের একাডেমি মাঠে সকাল থেকে চূড়ান্ত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে বলের গতি, এরপর সুইং ও সবশেষে  ভালো লেন্থে বল ছোঁড়ার দক্ষতার পরীক্ষা নেন কোচ ও নির্বাচক সারওয়ার ইমরান।

রবি ফাস্ট বোলার হান্টের সেরা ১০ বোলার হলেন-এবাদত হোসেন, ইমরান আলী এনাম, নূর আলম সাদ্দাম, ইয়াসির আরাফাত মিশু, সৈয়দ খালেদ আহমেদ, রাহী হাসান প্রান্ত, শরিফুল ইসলাম, মুজিবুর রহমান, সুলতান আহমেদ ও শেখ নাজমুল হোসেন।

এদের মধ্যে সর্বোচ্চ গতিতে বল করে ‘স্পিডস্টার’ পুরস্কার জিতেছেন এবাদত হোসেন। অনুশীলনে ঘন্টায় ১৩৯ কি:মি: বেগে বল করতে সক্ষম হলেও আজ ১৩৫ কি:মি: বেগে বল করে এ পুরস্কার জেতেন এবাদত।

ধারাবাহিকভাবে লাইন-লেন্থ ঠিক করে বল করার জন্য ‘মোস্ট কন্সিস্ট্যান্ট’ ফাস্ট বোলারের স্বীকৃতি পেয়েছেন মুজিবুর রহমান। এছাড়া বলের  বৈচিত্র্য ও সুইং থাকায়  ‘বেস্ট ভ্যারিয়েশন‘ ফাস্ট বোলারের স্বীকৃতি পান সুলতান হোসেন।
 
তিনজন মেয়ের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে বল ছুঁড়ে বিজয়ী হয়েছেন পূজা চক্রবর্তী। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রূপা রায় ও সুবর্ণা মোস্তফা। ন্যাশনাল ডিজঅ্যাবলড ক্রিকেট টিমের জন্য প্রস্তুত করার জন্য শারীরিকভাবে ত্রুটি রয়েছে এমন দুই বোলার মনির হোসেন ও গোলাম রব্বানিকে বাছাই করা হয়।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে ট্রফি, ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি’র ভাইস প্রেসিডেন্ট ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান মাহবুবুল আনাম, রবি’র চিফ ‍ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ, বিসিবি’র প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, কোচ সারওয়ার ইমরান ও জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

প্রায় দুই মাস ব্যাপী এই ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনে সারা দেশ থেকে এসএমএস, অনলাইনের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি ফাস্ট বোলার নিবন্ধন করেছিলেন। এর মধ্যে মোট ১৪ ‍হাজার ৬১১ জন ফাস্ট বোলার প্রতিয়োগতায় অংশগ্রহণের সুযোগ পান।

এদের মধ্যে ৮৬ জন ফাস্ট বোলারকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেখান থেকে প্রথমে ৫৬ জনকে শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের ক্যাম্পে ডাকা হয়। এর পর  আরেকবার বাছাইয়ের মাধ্যমে ২৩ জনে নামিয়ে আনা হয়। যেখান থেকে ১০ জনকে আজ চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসকে/আরএম

** পুরস্কার হিসেবে যা পেলেন বিজয়ীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।