ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ দলের বোলার আরাফাত সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি’র ‘বিতর্কিত’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
 
রোববার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়।


 
বোয়াফের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ফোরামের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি মুশফিকুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান সিকদার, বিশ্ব কবিতা কংগ্রেস ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আব্দুল খালেক, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, গত এক বছর খেলার পরও তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে কোনো ধরনের বিতর্ক ওঠেনি। কিন্তু টি-টোয়েন্টির মতো গুরুত্বপূর্ণ ম্যার্চের শুরুতে এ ধরনের অবান্তর বিতর্ক টাইগারদের মানসিকভাবে দুর্বল করছে। তাদের ভালো খেলা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বক্তারা।
 
নিরপেক্ষতা ও অধিকার নিশ্চিত করার লক্ষে আইসিসিকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
 টিএইচ/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।