ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে সাকিবের ‘ম্যাচের হাফ সেঞ্চুরি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
টি-টোয়েন্টিতে সাকিবের ‘ম্যাচের হাফ সেঞ্চুরি’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছেন। ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্যাট হাতে নামলে ৫০তম ম্যাচ পূর্ণ হয় এ বাঁহাতি অলরাউন্ডারের।



এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ৫০তম ম্যাচ পূর্ণ হয় মুশফিকের।

এর আগে সাকিব ৪৯ ম্যাচে ব্যাট হাতে ৯৭৯ রান করেন। আর বল হাতে নিয়েছেন ৫৭ উইকেট। সাকিব আল হাসানের ৪৯টি ম্যাচের মধ্যে ২০টি ম্যাচই টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।