ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একাদশে থাকা নিয়েই অনিশ্চয়তায় ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
একাদশে থাকা নিয়েই অনিশ্চয়তায় ফিঞ্চ ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যারন ফিঞ্চ, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যিনি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন। এবার টি-২০ বিশ্বকাপে অজি দলে থাকা নিয়েই সংশয়ে ভুগছেন এ ‘মারকুটে’ ওপেনার।

নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকবেন কিনা তা নিয়েই অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ফিঞ্চ।

আগামী ১৮ মার্চ সুপার টেনের গ্রুপ-টু তে কিউইদের মুখোমুখি হবে অজিরা। ধর্মশালায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, ‘সত্যি বলতে, আমার কোনো ধারণা নেই। আমি শুধু সবার মতো করে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি নিশ্চিত যে, একবার উইকেট দেখলেই নির্বাচকরা সিদ্ধান্ত (দলে রাখার ব্যাপারে) নিয়ে নেবেন। ’

বর্তমানে টি-টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিক নন ফিঞ্চ। তবে নিজের ওপর আস্থা রাখছেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান, ‘এ মুহূর্তে নিজের খেলা নিয়ে অনেক ভালো বোধ করছি। আমি বলে ভালো হিট করতে পারি। তাই যদি একাদশে সুযোগ পাই তবে তার জন্য আমি প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।