ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপাকে পড়া আফ্রিদির পাশে ইমরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিপাকে পড়া আফ্রিদির পাশে ইমরান ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত প্রীতি নিয়ে শহীদ আফ্রিদির কয়েকটি মন্তব্যে ক্ষেপে উঠেছে পুরো পাকিস্তান। ইতোমধ্যে এক লাহোর-নিবাসী তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন।

তবে এমন বিতর্কিত মন্তব্য করার পরও পাক অধিনায়ক নিজের পাশে পেলেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ও পুরো দলকে।

রবিবার সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের বিস্ফোরক মন্তব্যে বলেন, ‘ভারতে যে ভালবাসা পেয়েছি, সেটা পাকিস্তানেও পাইনি। ’

আফ্রিদির এমন কথার পর যখন ক্ষুদ্ধ পুরো পাকিস্তান। তখন ইমারন তার আগে এবিপি টিভিতে বলেন, ‘আবেগের বশে মাঝে মধ্যে ক্রিকেটাররা কিছু কথা বলে ফেলে। মনে হয় ভারতে নেমে অভ্যর্থনাটা টিমের ভাল লেগেছে। আফ্রিদি সেই ভাল লাগাটাই প্রকাশ করেছে। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। ’

এদিকে জানা যায় আফ্রিদির মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন দলের বাকিরাও। তাদের মতে, সত্যিই ভারতে এসে যে ভালবাসা, যে নিরাপত্তা তারা পেয়েছেন, নিজেদের দেশে কোনও দিনই সেটা পাননি। সুতরাং আফ্রিদি যা বলেছেন, একদম ঠিক বলেছেন।

টিম ম্যানেজারকে তারা আশ্বস্ত করেন যে, পাকিস্তানের কোনও কোনও অংশে আফ্রিদির মন্তব্য নিয়ে এখন অশান্তি চলছে ঠিক। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’একটা ম্যাচ তারা জিতলেই দেশের মানুষ আবার টিমের হয়ে, আফ্রিদির হয়ে গলা ফাটাবেন। তাই এটা নিয়ে বেশি মাথাব্যথার দরকার নেই।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।