ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিং পরীক্ষা দিয়ে আশাবাদী তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বোলিং পরীক্ষা দিয়ে আশাবাদী তাসকিন ছবি: সংগৃহীত

ঢাকা: বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে টাইগার পেসার তাসকিন আহমেদ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন। নিজের বোলিং পরীক্ষা দিয়ে আশাবাদী তাসকিন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেছেন।



সোমবার দলের নির্ভরযোগ্য পেসার তাসকিন আহমেদকে ছাড়াই বিশ্বকাপের সুপার টেনে খেলতে কলকাতায় পৌঁছে বাংলাদেশ। সে সময় বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়েছেন তাসকিন। দলের সঙ্গে তাই সে আসেনি। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবে তাসকিন।

ফেসবুকে বোলিং পরীক্ষাগারে থাকা অবস্থায় নিজের একটি ছবি আপলোড করে তাসকিন জানান, ‘টেস্ট সম্পন্ন হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মাঝেই ফল হাতে পাবো। ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাসকিনকে এই পরীক্ষা দিতে হয়। ইতিমধ্যেই চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই পরীক্ষা দিয়ে দলের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন আরাফাত সানি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ১৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।