ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাপালির সেঞ্চুরিতে ইস্ট জোনের বড় সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
কাপালির সেঞ্চুরিতে ইস্ট জোনের বড় সংগ্রহ

ঢাকা: অলক কাপালির সেঞ্চুরিতে (১১১) বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে প্রথম ইনিংসে ৪৪২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে প্রাইম ব্যাংক সাউথ জোন।



শাহরিয়ার নাফিস ৩৬ ও তুষার ইমরান ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন। কামরুল ইসলাম রাব্বি ও নাজমুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২৬৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইস্ট জোন। ৬৪ রানে অপরাজিত থাকা অলক কাপালি খেলেন ১১১ রানের অসাধারণ এক ইনিংস। ১৮৫ বল মোকাবেলায় ১২টি চার ও একটি ছক্কায় এ রান করেন কাপালি।

দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ইফতেখার সাজ্জাদ ৫৮ রানের ইনিংস খেলে দলীয় চার’শ রানের কোটা পার করেন। প্রথম দিন মুমিনুল হকের ৭৮ ও লিটন দাসের ৫১ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় ইস্ট জোন।
 
সাউথ জোনের পেসার মইনুল ইসলাম নেন সর্বোচ্চ চারটি উইকেট। তিনটি উইকেট লাভ করেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সোহাগ গাজী দু’টি ও আসিফ ‍হাসান নেন একটি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।