ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওভারে অশ্বিনকে ২ ছক্কা মেরে রেকর্ড!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
প্রথম ওভারে অশ্বিনকে ২ ছক্কা মেরে রেকর্ড! ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ে সূচনা করতে এসে প্রথমবার কোনো ভারতীয় বোলার প্রথম ওভারে দুই ছয় খেলেন।

মঙ্গলবার (১৫ মার্চ) নাগপুরে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই অশ্বিনকে স্ট্রেইট ছয় মারেন কিউই মারকুটে ওপেনার গাপটিল।

যদিও পরের বলেই শ্রীলঙ্কান আম্পায়ার ধর্মসেনার ভুল এলবিডাব্লিউ সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হয় তাকে।

গাপটিলের বিদায়ের পর ক্রিজে আসেন মুনরো। এবার তৃতীয় বলটিকে সমীহ দেখালেও চতুর্থ বলেই রিভার্সস‍ুইপে পয়েন্টের উপর দিয়ে গ্যালারিতে বল আছড়ে ফেলেন তিনি।

বর্তমান সময়ে ভারতের সেরা বোলার অশ্বিনের আগে কোনো ভারতীয় বোলারকে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে দু’টি ওভার বা‌উন্ডারি হজম করতে হয়নি। এটি ভারতের ৬৯তম টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।