ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্স ঝড়ে ডুমিনিদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ভিলিয়ার্স ঝড়ে ডুমিনিদের হার ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাঠে নামার আগে নিজেদের বেশ ভালো করেই ঝালিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। প্রস্তুতি ম্যাচে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ফাফ ডু প্লেসিসের দল।



আগে ব্যাট করে জেপি ডুমিনি, ফারহান বেহারদিয়েন, ডেভিড উইসি আর ইমরান তাহিরদের নিয়ে সাজানো মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতেই ২ উইকেট হারানো প্রোটিয়ারা জয় তুলে নেয়। প্রস্তুতি ম্যাচের সুবিধা নিয়ে প্রোটিয়া তারকারা মুম্বাইয়ের হয়েও মাঠে নামেন।

মুম্বাইয়ের দুই ওপেনার শশাঙ্ক সিং আর আখিল ৭৫ রান তুলে নেন উদ্বোধনী জুটি থেকে। শশাঙ্ক ৪৫ বলে ৬১ রান করেন। আখিলের ব্যাট থেকে আসে ২১ বলে ২৯ রান। তিন নম্বরে নামা জেপি ডুমিনি করেন ১৮ বলে ২২ রান। বেহারদিয়েন ৬ রান করে বিদায় নেন।

১২ বলে অপরাজিত ২৪ রান করেন আরমান জাফর। আর ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইসি।

ডেল স্টেইন, ক্রিস মরিস উইকেট না পেলেও একটি করে উইকেট দখল করেন কেগিসো রাবাদা, অ্যারন ফ্যাঙ্গিসো, কাইল অ্যাবোট আর রিলে রুশো।

১৮৯ রানের টার্গেটে নেমে ডি কক ১৯ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হাশিম আমলা করেন ২৫ বলে ৩৮ রান। তিন নম্বরে নামা ডু প্লেসিস ৪০ বলে ৬৫ রান করে রিটায়াড আউট হন।

এবিডি ভিলিয়ার্স ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন। ২৩ বলে চারটি চার আর তিনটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

১৭ ওভারে ১৯০ রান তোলে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।