ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট পেয়েছেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টি-টোয়েন্টিতে প্রথম বলেই উইকেট পেয়েছেন যারা শন টেইট, মাইকেল কাসপ্রোভিচ, বিরাট কোহলি ‍ও প্রজ্ঞান ওঝা / ছবি:সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করে প্রথম বলেই উইকেট পাওয়া বোলারের তালিকাটা খুব লম্বা নয়। ৮ দেশের কেবল ১২জন বোলার গড়তে পেরেছেন এই কীর্তি।

মজার ব্যাপার হলো, এদের বেশিরভাগই অখ্যাত বোলার।
 
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বলেই উইকেট পাওয়া বোলাররা হলেন- অস্ট্রেলিয়ার মাইকেল কাসপ্রোভিচ ও শন টেইট, দক্ষিণ আফ্রিকার আলফনসো থমাস ও রোরি ক্লেইনভেল্ট, ভারতের প্রজ্ঞান ওঝা ও বিরাট কোহলি, ইংল্যান্ডের জো ডেনলি, হংকংয়ের নাদিম আহমেদ ও গরডন ক্লেম, পাপুয়া নিউগিনির ওয়াট গাভেরা, ওমানের লালচেতা ও পাকিস্তানের আমির ইয়ামিন।
 
এদের মধ্যে সবচেয়ে এগিয়ে অবশ্য কাসপ্রোভিচ। কারণ, এ বোলার নিজের প্রথম টি-টোয়েন্টির প্রথম ওভার করতে এসে প্রথম দুই বলেই উইকেট নিয়েছিলেন। ২০০৪ সালে অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ও ম্যাথুউ সিনক্লেয়ারকে পর পর দুই বলে সাজঘরে পাঠান কাসপ্রোভিচ।

পাপুয়া নিউগিনির ওয়াট গাভেরা উইকেট নিয়েছিলেন টি-টোয়েন্টি অভিষেকে নিজের প্রথম ও তৃতীয় বলে। বিরাট কোহলি প্রথম বলটা ওয়াইড করেও পেয়েছিলেন উইকেট। ওই বলটি এগিয়ে এসে খেলতে গিয়ে কেভিন পিটারসেন উইকেটের পেছনে দাঁড়ানো মহেন্দ্র সিং ধোনির হাতে স্টাম্পিং হন।
 
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।