ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

এমসিসি’র আজীবন সদস্য হলেন ভেট্টরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এমসিসি’র আজীবন সদস্য হলেন ভেট্টরি ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ২৪তম ক্রিকেটার হিসেবে মেরিলিবন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদের সম্মাননা পেলেন ড্যানিয়েল ভেট্টরি। সাবেক কিউই এ অলরাউন্ডার দেশটির ক্রিকেটের সর্বোচ্চ টেস্ট খেলুড়ে ক্রিকেটার।

এছাড়া ৩৬২ উইকেট নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

ভেট্টরির আগে ২৪ জনের এ তালিকায় কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি, ইয়ান স্মিথ ও সাবেক অধিনায়ক স্টেফেন ফ্লেমিংয়ের মতো কিউইরা এই সম্মাননা পেয়েছিলেন।

৩৭ বছর বয়সী ভেট্টরি ঐতিহাসিক লর্ডসের অনার বোর্ডেও নিজের নাম লেখিয়েছিলেন। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে পাঁচ উইকেট পেয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। সে ম্যাচটি অবশ্য ড্র হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।