ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের টার্গেট ২০২

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বাংলাদেশের টার্গেট ২০২ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন থেকে: টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের দলপতি শহীদ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ আর শহীদ আফ্রিদির ব্যাটে ভর করে টাইগারদের ২০২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে ৫ উইকেট হারানো পাকিস্তান।



কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধনে নামেন আহমেদ শেহজাদ ও শারজিল খান। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন তাসকিন আহমেদ। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তাসকিনের প্রথম ওভারে ৭ রান তুলে নিলেও পাকিস্তানের দুই ওপেনার আল আমিনের করা দ্বিতীয় ওভার থেকে তুলে নেন আরও ১৮ রান।

তৃতীয় ওভারে বোলিং আক্রমণে আসেন আরাফাত সানি। ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারেই আরাফাত সানি ফিরিয়ে দেন ১০ বলে ১৮ রান করা শারজিল খানকে। বোল্ড হয়ে ফেরেন পাকিস্তানের এই ওপেনার।

পাওয়ার প্লে’তে (প্রথম ৬ ওভার) পাকিস্তান একটি উইকেট হারিয়ে তোলে ৫৫ রান।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিং আক্রমণে এসে শারজিল খানকে ফেরান আরাফাত সানি। দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারানো পাকিস্তানের রানের চাকা ঘোরান মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। এই জুটি থেকে পাকিস্তান আরও ৯৫ রান যোগ করে। তবে, ইনিংসের ১৪তম ওভারে সাব্বির রহমান ফিরিয়ে দেন অর্ধশতক হাঁকানো আহমেদ শেহজাদকে। মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ার আগে ৩৯ বলে ৮টি চারের সাহায্যে শেহজাদ করেন ৫২ রান।

ইনিংসের ১৭তম ওভারে সানি ফেরান মোহাম্মদ হাফিজকে। বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। ৪২ বলে ৭টি চার আর দুটি ছক্কায় ৬৪ রান করেন হাফিজ। বিদায় নেওয়ার আগে হাফিজ পাকিস্তান দলপতি আফ্রিদিকে সঙ্গে নিয়ে মাত্র ১৭ বলে ৪২ রানের জুটি গড়েন।

১৮তম ওভারে তাসকিনের বলে বিদায় নেন উমর আকমল। সাকিবের তালুবন্দি হন আকমল।

চার বছর পর আফ্রিদি অর্ধশতকের দেখা পেয়েও বঞ্চিত হন। ২০১২ সালে টি-টোয়েন্টিতে সবশেষ অর্ধশতক হাঁকানো আফ্রিদি ১৯ বলে চারটি চার আর চারটি ছক্কায় করেন ৪৯ রান। ইনিংসের শেষ ওভারে তাসকিনের বলে স্কয়ার লেগে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন আফ্রিদি। শোয়েব মালিক ১৫ রান করে অপরাজিত থাকেন।

এ ম্যাচে বাংলাদেশ দলে পেসার আবু হায়দার রনির জায়গায় দলে এসেছেন স্পিনার আরাফাত সানি।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। একটি উইকেট তুলে নেন সাব্বির।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।