ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বলে বলে বাংলানিউজ: বাংলাদেশ ১৪৬/৬ পাকিস্তান ২০১/৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
বলে বলে বাংলানিউজ: বাংলাদেশ ১৪৬/৬ পাকিস্তান ২০১/৫

পাকিস্তান জয়ী ৫৫ রানে...

বাংলাদেশ ১৪৬ রান ৬ উইকেট, ২০ ওভারে
পাকিস্তান ২০১ রান, ৫ উইকেট, ২০ ওভারে

ম্যাচ শুরু: বিকেল ৩টা ৩০ মিনিট শেষ ৭টা ১৫ মিনিটে ১৬ মার্চ বুধবার।
ভেন্যু: কলকাতা ইডেন গার্ডেন্স

ব্যাটিং- বাংলাদেশ ইনিংস

সৌম্য সরকার ০ রান, সাব্বির রহমান- ২৫(১৯), তামিম ইকবাল-২৪ (২০), মাহমুদুল্লাহ-৪ (৫), মুশফিকুর রহিম-১৮, মোহাম্মদ মিথুন-২, সাকিব আল হাসান-৫০*, মাশরাফি বিন মর্তুজা- ১৫*

বোলিং- রিয়াজ

১৯.৬: ডট বল
১৯.৫: ডট বল
১৯.৪: ১ রান তুলে সাকিবের অর্ধশত পূরণ
১৯.৩: বিশাল ছক্কা সাকিবের ব্যাটে
১৯.২: ১ রান মাশরাফির ব্যাটে
১৯.১: মাশরাফির ৪ রান

বোলিং- আমির

১৮.৬: ২ রান সাকিবের ব্যাটে
১৮.৫: ১ রান মাশরাফির ব্যাটে
১৮.৫: ওয়াইড
১৮.৪: সাকিব তুললেন আরও ১ রান
১৮.৩: মাশরাফির ১ রান
১৮.২: মাশরাফির ৪ রান
১৮.১: সাকিবের ১ রান

বোলিং- ইরফান

১৭.৬: (মাশরাফির বিশাল ছক্কা)
১৭.৫: ডট বল
১৭.৪: মিথুন আউট (আমিরের হাতে কট) নো বলের কল থার্ড আম্পায়ারের নাকচ
১৭.৩: ১ রান সাকিবের ব্যাটে
১৭.২: ৪এর মার সাকিবের হাতে
১৭.১: মিথুনের ব্যাটে ১ রান

বোলিং- আমির

১৬.৬: ১ রান মিথুনের ঝোলায়
১৬.৫: ডট বল
১৬.৪: মুশফিক আউট (সরফরাজের হাতে বন্দি)
১৬.৩: ৪ রান মুশফিকের ব্যাটে
১৬.২: ১ রান (শেহজাদের ক্যাচ মিসে বাঁচলেন সাকিব)
১৬.১: ডট বল

বোলিং-রিয়াজ

১৫.৬: ১ রান সাকিবের ব্যাটে
১৫.৫: সাকিবের ৪ রান
১৫.৪: ডট বল
১৫.৩: ডট বল
১৫.২: ২ রান সাকিবের ব্যাটে
১৫.১: ডট বল

বোলিং- ইরফান

১৪.৬: ডট বল (পরপর চারটি ডট মুশফিকের)
১৪.৫: ডট বল
১৪.৪: ডট বল
১৪.৩: ডট বল
১৪.২: ১ রান সাকিবের
১৪.১: পেছনে ঘুরিয়ে সাকিবের সপাটে ৪এর মার

বোলিং- রিয়াজ

১৩.৬: ডট বল
১৩.৫: অসাধারণ হিটে ৪ রান
১৩.৪: ডট বল
১৩.৩: ডট বল
১৩.২: ডট বল
১৩.১: ২ রান মুশফিকের ব্যাটে

বোলিং- ওয়াসিম

১২.৬: ডট বল
১২.৫: ১ রান মুশফিকের
১২.৪: ডট বল
১২.৩: ২ রান মুশফিকের ব্যাটে
১২.২: মুশফিকের ৪ রানের মার
১২.১: সাকিবের ১ রান

বোলিং- আফ্রিদি

১১:৬: ডট বল (এলবিডব্লিউর আবেদন ছিলো)
১১.৫; ডট বল
১১.৪: ডট বল
১১.৩: ডট বল
১১.২: ১ রান সাবিবের
১১.১: ‍সাকিবের ৪ রান

বোলিং- ওয়াসিম

১০.৬: ১ রান সাকিবের
১০.৫: ডট বল
১০.৪: ১ রান মুশফিকের ব্যাটে
১০.৩: সাকিবের ১ রান
১০.২: মাহমুদুল্লাহকে তালুবন্দি করলে সারজিল (আউট)
১০.১: ২ রান মাহমুদুল্লাহর ব্যাটে

বোলিং- আফ্রিদি

৯.৬: ডট বল
৯.৫: ২ রান সাকিবের ব্যাটে
৯.৪: সাকিবের ৪ রান
৯.৩: মাহমুদুল্লাহ ১ রা
৯.২: ডট বল
৯.১: সাকিব ১ রান

বোলিং- মালিক

৮.৬: সাকিবের ১ রান
৮.৫: মাহমুদুল্লাহর ১ রান
৮.৪: সাকিবের ১ রান
৮.৩: ডট বল
৮.২: ডট বল
৮.১: ডল বল

বোলিং- আফ্রিদি

৭.৬: ডট বল
৭.৫: তামিমের উচিয়ে মারা বল তালুবন্দি ইমাদের হাতে আউট
৭.৪: সাকিবের ১ রান
৭.৩: ডট বল
৭.২: ডট বল
৭.১: তামিমের  ১ রান

বোলিং- শোয়েব মালিক

৬.৬: ১ রান তামিমের ব্যাটে
৬.৫: ডট বল
৬.৫: ওয়াইড
৬.৪: ১ রান সাকিবের
৬.৩: তামিমের ১ রান
৬.২: তামিমের বিশাল ছক্কা
৬.১: ১ রান তুললেন সাকিব

বোলিং- আফ্রিদি

৫.৬: ১ রান সাকিবের ব্যাটে
৫.৫: সাব্বিরকে বোল্ড করে ফেরালেন আফ্রিদি
৫.৪: ৪ রানের বড় মার সাব্বিরের
৫.৩: ডট বল
৫.২: ১ রান তামিম
৫.১: আফ্রিদির প্রথম বলেই বিশাল ছক্কা তামিমের

বোলিং-ওয়াহাব রিয়াজ

৪.৬: তামিমের ১ রান
৪.৫: ডট বল
৪.৪: ১ রান সাব্বিরের বলে
৪.৩: ডট বল
৪.২: সাব্বিরের চারের মার
৪.১: ডট বল

বোলিং- ইরফান

৩.৬: ডট বল
৩.৫: তামিমের ১ রান
৩.৪: ১ রান সাব্বিরের ব্যাটে
৩.৩: ঠুকে দিয়েই ১ রান তামিমের
৩.৩: ওয়াইড বল
৩.২: ১ রান সাব্বিরের
৩.১: ডট বল

বোলিং- আমির

২.৬: ডট বল
২.৫: ১ রান সাব্বিরের ব্যাটে
২.৪: ডট বল
২.৩: ডট বল
২.২: ৪ রান হা‍ঁকিয়েছেন সাব্বির
২.১: তামিমের ১ রান

বোলিং- ইরফান

১.৬: ১ রান তামিমের
১.৫: ২ রান তামিমের ব্যাটে
১.৪: ১ রান সাব্বিরের
১.৩: ৪ রান সাব্বিরের ব্যাটে
১.২: ১ রান তামিমের ব্যাটে
১.১: ডট বল

বোলিং- আমির (১ উইকেট ৬ ‍রান)

০.৬: ডট বল
০.৫: ডট বল
০.৪: সাব্বিরে হিট ৪ রান
০.৪: ওয়াইড বল
০.৩: সৌম্য আউট অফ স্ট্যাম্প উড়িয়ে দিলেন আমির
০.২: ডট বল
০.১: তামিমের ১ রান

ব্যাটিং- পাকিস্তান ইনিংস

সারজিল খান- ১৮, আহমেদ শেহজাদ- ৫২, মোহাম্মদ হাফিজ- ৬৪ ওমর আকমল: ০, শাহিদ আফ্রিদি: ৪৯, শোয়েব মালিক-১৫* ইমাদ ওয়াসিম- ০*

বোলিং- তাসকিন (উইকেট শিকার আফ্রিদির)

১৯.৬: ১ রান শোয়েব মালিকের ব্যাটে)
১৯.৫: ২ রান মালিকের ব্যাটে
১৯.৪: আউট আফ্রিদি (মাহমুদুল্লাহর তালুবন্দি)
১৯.৩: ১ রান মালিকের ব্যাটে
১৯.২: ব্যাক টু ব্যাক ৪ রান মালিকের ব্যাটে
১৯.১: ৪ রান মালিকের ব্যাটে

বোলিং- সাকিব আল হাসান

১৮.৬: আফ্রিদির বড় মাপের ছক্কা
১৮.৫: ১ রান মালিকের ব্যাটে
১৮.৪ ডট বল
১৮.৩: ১ রান
১৮.২: সাকিবকে ৪ হাঁকালেন আফ্রিদি
১৮.১: ১ রান মালিকের ব্যাটে

বোলিং- তাসকিন (উইকেট শিকার ৭ রানের বিনিময়ে)

১৭.৬: ১ রান
১৭.৫: ক্যাচ সাকিবের হাতে আউট আকমল ০ রানে
১৭.৪: ডট বল
১৭.৩: ১ রান আফ্রিদির
১৭.২: ডট বল
১৭.১: আফ্রিদির ছক্কা

বোলিং- আরাফাত

১৬.৬: আফ্রিদির ১ রান
১৬.৫: ৪ রান আফ্রিদির ব্যাটে
১৬.৪: সৌম্য তালুতে অসাধারন ক্যাচ (স্ট্যানিং ক্যাচ) থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত আউট হাফিজ
১৬.৩: ৪ রান হাফিজের ব্যাটে
১৬.২: ১ রান আফ্রিদির ব্যাটে
১৬.১: ১ রান হাফিজের ঝুলিতে

বোলিং- আল-আমিন (১৮ রান)

১৫.৬: আফ্রিদির ব্যাটে হিউজ ছক্কা
১৫.৫: ১ রান হাফিজের ব্যাটে
১৫.৪: আরো একটি চারের মার হাফিজের ব্যাটে
১৫.৩: ৪ হা‍ঁকালেন হাফিজ
১৫.২: ১ রান আফ্রিদির ব্যাটে
১৫.১: আফ্রিদির ব্যটে ২ রান

বোলিং- মাশরাফি (১৮ রান)

১৪.৬: ১ রান আফ্রিদি
১৪.৫: ডট বল
১৪.৫: আফ্রিদির ৬ রান নো বল থেকে ১ রান
১৪.৪: আফ্রিদির আরও ৪ রান
১৪.৩: আফ্রিদির ব্যটে ৪ রান
১৪.২: ১ রান (হাফিজের ব্যাটে অর্ধশত পূর্ণ)
১৪.১: ১ রান আফ্রিদির ব্যাটে

বোলিং- সাব্বির (উইকেট শিকার ৪ রানের বিনিময়ে)

১৩.৬: ডট বল
১৩.৫: শেহজাদ আউট (ক্যাচ মাহমুদুল্লাহ)
১৩.৪: ডট বল
১৩.৩: ১ রান
১৩.২: ২ রান হাফিজের ঝুলিতে
১৩.১: ১ রান শেহজাদের ব্যাটে

বোলিং- মাশরাফি (১১ রান)

১২.৬: ১ রান শেহজাদের
১২.৫: ১ রান (হাফিজের)
১২.৪: ৪ রান হাফিজের ব্যাট থেকে
১২.৩: ডট বল
১২.২: ১ রান (শেহজাদের অর্ধশত)
১২.১: ৪ রান শেহজাদের

বোলিং-আল-আমিন (৭ রান)

১১.৬: ১ রান শেহজাদের ব্যাটে
১১.৫: হাফিজের ১ রান
১১.৪: ডট বল
১১.৩: ১ রান শেহজাদের ব্যাটে
১১.২: ৪ রান (শেহজাদের ব্যাটে)
১১.১: ডট বল

বোলিং: সাকিব (৯রান)

১০.৬: ২ রান হাফিজের ব্যাটে
১০.৫: ডট বল
১০.৪: হাফিজের ব্যাটে ৪ রান
১০.৩: হাফিজের ২ রান
১০.২: ১ রান শেহজাদের
১০.১: ডট বল

বোলিং- সাব্বির

৯.৬: ২ রান হাফিজের ব্যাটে
৯.৫: ডট বল
৯.৪: ডট বল
৯.৩: ১ রান শেহজাদের
৯.২: ডট বল
৯.১: ৪ রান শেহজাদের ব্যাটে

বোলিং- সাকিব

৮.৬: ১ রান
৮.৫: ১ রান
৮.৪: ১ রান
৮.৩: ১ রান হাফিজ
৮.২: ১ রান শেহজাদ
৮.১: ১ রান হাফিজের ব্যাটে

বোলিং- মাশরাফি

৭.৬: শেহজাদের ৪ রান
৭.৫: ১ রান হাফিজের
৭.৪: ১ রান শেহজাদের
৭.৩: ৪ রান শেহজাদের ব্যাটে
৭.২: ১ রান হাফিজের ব্যাটে
৭.১: ১ রান শেহজাদের

বোলিং: আরাফাত সানি

৬.৬:  ছক্কা হাফিজের ব্যাট থেকে
৬.৫: ১ রান শেহজাদের ব্যাটে
৬.৪: ১ রান হাফিজের ব্যাটে
৬.৩: ডট বল (কিপারের হাতে)
৬.২: ১ রান শেহজাদ
৬.১: ১ রান হাফিজের ব্যাটে

বোলিং- সাকিব আল হাসান (১১ রান)

৫.৬: ১ রান (হাফিজ)
৫.৫: ৪ রান হাফিজের ব্যাট থেকে
৫.৪: ডট বল
৫.৪: ওয়াইড (স্ট্যাম্পিংয়ের আবেদন।

থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নট আউট)
৫.৩: ৪ ‍রান হাফিজের ব্যাট থেকে
৫.২: ১ রান শেহজাদের ব্যাট থেকে
৫.১: দারুণ ঘূর্ণীতে ডট বল

বোলিং: আরাফাত সানি

৪.৬: ডট বল
৪.৫: ডট বল
৪.৪: ১ রান
৪.৩: ৪ রান শেহজাদের ব্যাট থেকে
৪.২: ডট বল
৪.১: রান আউটের সম্ভাবনা, ১ রান

বোলিং: তাসকিন (৬ রান)

৩.৬: থ্রো থেকে উইকেট ভেঙ্গেছে, থার্ড আম্পায়রের সিদ্ধান্ত নট আউট ১ রান
৩.৫: ১ রান শেহজাদের ব্যাট থেকে
৩.৪: ডট বল
৩.৩: ডট বল
৩.২: ডট বল
৩.১: ৪ রান শেহজাদের ব্যাট থেকে

বোলিং- আরাফাত সানি (উইকেট শিকার এবং ৭ রান)

২.৬: ডট
২.৫: ছক্কা হাফিজের ব্যাট থেকে
২.৪: ডট বল
২.৩: বাংলাদেশের প্রথম আঘাত, সারজিল বোল্ড আউট
২.২: ডট বল
২.১: ১ রান সেহজাদের ব্যাট থেকে

বোলিং: আলআমিন (১৮ রান)

১.৬: ৪ রান সারজিলের ব্যাট থেকে
১.৫: ১ রান শেহজাদের ব্যাট থেকে
১.৫: ওয়াইড
১.৪: সারজিলের ১ ‍রান
১.৩: সারজিলের ব্যাটে ছক্কা
১.২: ডট বল
১.১: ৬ রান সারজিল

বোলিং- তাসকিন (৭ রান)

০.৬: ১ রান শারজিল খান (লেগবাই থেকে)
০.৫: ১ রান সেহজাদের ব্যাট থেকে
০.৪: ৪ রান কভার ড্রাইভ (সেহজাদ)
০.৩: ডট বল
০.২: ক্যাচের সম্ভাবনা ছিলো ... ১ রান
০.১: তাসকিনের গতিতে ডট

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ।
 
পাকিস্তান একাদশ:
শহিদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, সরফরাজ আহমেদ, শারজিল খান, শোয়েব মালিক, উমর আকমল ও ওয়াহাব রিয়াজ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।