ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেনে বাংলাদেশ উপ হাই কমিশনার ও কমিশনের কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইডেনে বাংলাদেশ উপ হাই কমিশনার ও কমিশনের কর্মকর্তারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইডেন গার্ডেন থেকে: ইডেন আজ বাংলাদেশময়। উড়ছে বাংলাদেশের পতাকা, গায়ে বাংলাদেশের জার্সি।

ইডেনে হাজির বাংলাদেশের সমর্থকদের আসন থেকে ভেসে আসছে বাঘের গর্জন।

গ্যালারিতে টাইগার সমর্থদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ দেখা বাংলাদেশের উপ হাই কমিশনার জকি আহাদ ও কমিশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে। বাংলাদেশ দলকে সমর্থন জানাতে সপরিবারে এসেছেন সবাই।

চেনা কোট-টাইয়ের পরিবর্তে উপ হাই কমিশনার পড়েছেন বাংলাদেশের পতাকার রঙের সবুজ পোশাক। মেয়ের মুখে জাতীয় পতাকা আঁকা। মাঠে উপস্থিত আছেন প্রথম কনস্যুলার এইচ ও সি মইনুল কবির, দ্বিতীয় কনস্যুলার বি জামাল হোসেন, প্রথম সেক্রেটারি শাহানাজ আকতার রানু, দ্বিতীয় সেক্রেটারি মৌসুমি ওয়াইস, তৃতীয় সেক্রেটারি শেখ সাইফুল হক।

আছেন কনস্যুলার মনসুর আহমেদ, শিক্ষা ও ক্রীড়া বিভাগের কনস্যুলার ওমর ফারুখ খান, প্রেস সেক্রেটারি মোফাকখরুল ইকবাল।

শুধু উপ হাই কমিশনের কর্মকর্তারা নন, হাজির হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও। দলের সমর্থনে গলা ফাটাচ্ছেন তারাও। গোটা ইডেনের একটাই দাবি, জিততে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।