কলকাতা থেকে: শেহজাদ-হাফিজের ব্যাটিং আর কাপ্তান আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে তারা বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের সংগ্রহ পায়।
বুধবার (১৬ মার্চ) রাতে ইডেন গার্ডেন্সে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাফিজ এই বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন, আমরা টুর্নামেন্টের শুরুটা ভালো করতে চেয়েছিলাম। সেটি পেরেছি। আর বাংলাদেশের বিপক্ষে এই জয় আমাদের পরের ম্যাচগুলোতে জয়ের আত্মবিশ্বান যোগাবে।
এদিকে, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে শেহজাদের সঙ্গে দুর্দান্ত ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ নিজেও।
এ বিষয়ে হাফিজ বলেন, এদিন আফ্রিদি, শেহজাদ ও আমি ভালো ব্যাটিং করেছি। আর তা সম্ভব হয়েছে শুধু মেমেন্টামটি আমাদের সঙ্গে ছিল বলে।
শুধু ব্যাটসম্যানদেরই নয়, বাংলাদেশের প্রথম উইকেটটি নিয়েছিলেন পাক বোলার মোহাম্মদ আমির। শুরুতেই সৌম্য’র স্ট্যাম্প উপড়ে ফেলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন ০ রানে। আর মুশফিকুর রহিম যখন পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে উইকেটে থিতু হয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন আবার টাইগার শিবিরে আঘাত হেনে মুশফিককে ১৮ রানে ফিরিয়ে দিলে বড় একটি বিপর্যয়ের সামনে দাঁড়ায় বাংলাদেশ। তাই সতীর্থ মোহাম্মদ আমিরের প্রশংসা করে হাফিজ বললেন, আমির গেলো কয়েক মাস বল হাতে দারুণ করছে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে এই জয় আসছে দিনগুলোতে ডেথ গ্রুপে থাকা পাকিস্তানকে জয়ের বাড়তি প্রেরণার দেবে বলেও মনে করেন হাফিজ।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এইচএল/আইএ