ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

হাফিজের আফ্রিদি-শেহজাদ বন্দনা

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
হাফিজের আফ্রিদি-শেহজাদ বন্দনা

কলকাতা থেকে: শেহজাদ-হাফিজের ব্যাটিং আর কাপ্তান আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে তারা বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের সংগ্রহ পায়।

জবাবে জয়ের জন্য ২০২ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটে ১৪৬ রানেই থামে বাংলাদেশ। আর এই জয় দলকে পরবর্তী জয়ের আত্মবিশ্বাস এনে দিয়েছে বলে মনে করেন পাক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

বুধবার (১৬ মার্চ) রাতে ইডেন গার্ডেন্সে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাফিজ এই বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, আমরা টুর্নামেন্টের শুরুটা ভালো করতে চেয়েছিলাম। সেটি পেরেছি। আর বাংলাদেশের বিপক্ষে এই জয় আমাদের পরের ম্যাচগুলোতে জয়ের আত্মবিশ্বান যোগাবে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে শেহজাদের সঙ্গে দুর্দান্ত ব্যাট করেছেন মোহাম্মদ হাফিজ নিজেও।

এ বিষয়ে হাফিজ বলেন, এদিন আফ্রিদি, শেহজাদ ও আমি ভালো ব্যাটিং করেছি। আর তা সম্ভব হয়েছে শুধু মেমেন্টামটি আমাদের সঙ্গে ছিল বলে।

শুধু ব্যাটসম্যানদেরই নয়, বাংলাদেশের প্রথম উইকেটটি নিয়েছিলেন পাক বোলার মোহাম্মদ আমির। শুরুতেই সৌম্য’র স্ট্যাম্প উপড়ে ফেলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন ০ রানে। আর মুশফিকুর রহিম যখন পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে উইকেটে থিতু হয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন আবার টাইগার শিবিরে আঘাত হেনে মুশফিককে ১৮ রানে ফিরিয়ে দিলে বড় একটি বিপর্যয়ের সামনে দাঁড়ায় বাংলাদেশ। তাই সতীর্থ মোহাম্মদ আমিরের প্রশংসা করে হাফিজ বললেন, আমির গেলো কয়েক মাস বল হাতে দারুণ করছে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে এই জয় আসছে দিনগুলোতে ডেথ গ্রুপে থাকা পাকিস্তানকে জয়ের বাড়তি প্রেরণার দেবে বলেও মনে করেন হাফিজ।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।