ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কলকাতা থেকে মহিবুর রহমান

মিশন বেঙ্গালুরু, কলকাতা ছাড়লেন মাশরাফিরা

মহিবুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
মিশন বেঙ্গালুরু, কলকাতা ছাড়লেন মাশরাফিরা ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা থেকে: কলকাতার প্রথম পর্বের হিসাব চুকে এবার বেঙ্গালুরু মিশনে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে টাইগার ক্রিকেটাররা। সেখানে অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে দু’টি ম্যাচে লড়তে হবে বাংলাদেশ দলকে।



বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বেঙ্গালুরুর উদ্দেশে কলকাতার টিম হোটেল ছেড়ে যান মাশরাফিরা।

বেঙ্গালুরুতে পৌঁছে ক’দিন অনুশীলনের পর চেন্নাস্বামী স্টেডিয়ামে ২১ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ২৩ মার্চ ওই মাঠেই একই সময়ে মাশরাফিরা নামবেন আয়োজক ভারতের বিপক্ষে।

মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে ম্যাচের পরদিনই ফের কলকাতায় আসবেন লাল-সবুজের পতাকাবাহীরা। ২৬ মার্চ স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টায়) ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবেন তারা।



স্থানীয় সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এইচএল/এইচএ/

** অস্ট্রেলিয়ার বিপক্ষে ভুল শুধরে মাঠে নামলে জিতবো
** হতাশ হওয়ার কিছু নেই: সুজন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।