ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে সেরা মার্শাল, বোলিংয়ে রাজ্জাক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ব্যাটিংয়ে সেরা মার্শাল, বোলিংয়ে রাজ্জাক ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ালটন সেন্ট্রাল জোনের শিরোপা জয়ের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১৭ মার্চ) শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ আসর। ডাবল লিগ পদ্ধতিতে বিসিএলে অংশ নেয়া চারটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হয়।

প্রতিটি দলই পায় ৬টি করে ম্যাচ।
 
ব্যক্তিগত পারফরম্যান্সে এবার দ্যূতি ছড়িয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের ‍মার্শাল আইয়ুব। ৬ ম্যাচে ১২ ইনিংসে ব্যাট করে ৫৬.২০ গড়ে করেছেন ৫৬২ রান। যার মধ্যে রয়েছে দু’টি শতক ও তিনটি অর্ধশতক।

৪ ম্যাচে ৮ ইনিংসে ব্যাট করে দুই শতক ও দুই অর্ধশতকে ৫২১ রান করে দ্বিতীয় অবস্থানে একই দলের রকিবুল হাসান। ৭৪.৪২ গড়ে রান করেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

ব্যাট হাতে তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের অলক কাপালি। ৬ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে আসরের সর্বোচ্চ তিন শতক ও একটি অর্ধশতকে তার ব্যাট থেকে এসেছে ৫১৮।
 
বোলিংয়ে বরাবরের মতো সবার শীর্ষে প্রাইম ব্যাংক সাউথ জোনের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৬ ম্যাচে ১১ ইনিংসে বল করে নিয়েছেন ৩৮ উইকেট। ইনিংস সেরা বোলিং ৫৮ রান ৭ উইকেট। এছাড়া একটি ম্যাচে দুই ইনিংস মিলে ১০ উইকেটও তুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ এ স্পিনার।

৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে সেন্ট্রাল জোনের মোহাম্মদ শরিফ।   তৃতীয় অবস্থানে থাকা বিসিবি নর্থ জোনের স্পিনার সাঞ্জামুল ইসলাম ৬ ম্যাচে ২০টি উইকেট দখলে নেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।