ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইরিশ নারীদের উড়িয়ে দিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আইরিশ নারীদের উড়িয়ে দিল কিউইরা ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদের গ্রুপ ‘এ’র ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। বিশ্বমঞ্চের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কিউই নারীরা।



মোহালিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। জবাবে, ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে আইরিশ নারীরা ৮৪ রান তুলতে সক্ষম হয়।

কিউইদের হয়ে দলপতি সুজি বেটস করেন ইনিংস সর্বোচ্চ ৮২ রান। ৬০ বল মোকাবেলা করে ৭টি চার আর দুটি ছক্কায় কিউই এই ওপেনার তার ইনিংস সাজান। আরেক ওপেনার রাচেল প্রিস্টের ব্যাট থেকে আসে ১২ রান।

এছাড়া ৩৪ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৪৭ রান করেন ডিভাইন।

১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আইরিশ ওপেনার শিলিংটন ১৫ রান করেন। আরেক ওপেনার সেসেলিয়া জয়সির উইলো থেকে আসে ৬ রান। তিন নম্বরে নামা ক্যাথ ডালটনের ব্যাট থেকে ১ রান আসলেও চতুর্থ ব্যাটার ও দলপতি ইসোবেল জয়সির ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান।

শেষ দিকে গ্যাবি লুইস ১৬ রান করে পরাজয়ের ব্যবধান কমান। ৫ উইকেট হারিয়ে আইরিশরা ৮৪ রান তোলে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।