ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ইডেনে ভারতের স্পিনারদের ‘ঘূর্ণি-জাদু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ইডেনে ভারতের স্পিনারদের ‘ঘূর্ণি-জাদু’ ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতার ইডেন গার্ডেন্সে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের স্পিনারদের ঘূর্ণিতে নাকাল হয়েছে পাকিস্তান ব্যাটিং লাইনআপ।



এই ঘূর্ণির ঘোরে পড়ে টি-টোয়েন্টির মতো ধুমধাড়াক্কা ক্রিকেটে রান তুলতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে পাকিস্তানি ব্যাটসম্যানদের। পেসারদের প্রতি ওভারে যেখানে সর্বোচ্চ ১৫ রানও তোলা গেছে, সেখানে স্পিনারদের কাছ থেকে কোনো কোনো ওভারে ২ রান তুলতেও ঘাম ছুটে গেছে।

পেসার হার্দিক পান্ডিয়া যেখানে দুই ওভার করে সাড়ে ১২ গড়ে ২৫ রান দিয়েছেন, সেখানে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৩ ওভার এবং রায়না ১ ওভার করে গড়ে দিয়েছেন ৪ রান করে। ৪ ওভারে গড়ে ৫ রান দেওয়া রবিন্দ্র জাদেজাকে তো খেলতে রীতিমত ‘নৃত্য’ করতে হয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের।

ভারতীয় স্পিনারদের ‘কিপটেমি’র এমন ঘূর্ণি বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক তারকা ক্রিকেটাররাও।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ বলেন, দারুণ দারুণ। জাদেজা আনপ্লেয়েবল!

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফাওয়াদ আহমেদ বলেন, বিশ্বাস করতে পারছি না, বল এমন স্পিন হয়!

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।