ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল আমাদের সাহায্য করবে: আফ্রিদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আইপিএল আমাদের সাহায্য করবে: আফ্রিদি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বারবারই উপেক্ষিত থাকছেন পাকিস্তানি ক্রিকেটাররা। পার্শ্ববর্তী দেশটির সঙ্গে কোনো ক্রিকেটীয় সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্তের বলি হন পাকিস্তানি ক্রিকেটাররা।



বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরে ভারতের মাটিতে খেলছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নেওয়া শহীদ আফ্রিদির দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে।

আফ্রিদি আইপিএলের গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে জানান, আমাদের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল খেলে অনেকেই ভারতের মাটিতে বিশ্বমঞ্চে খেলতে এসেছে। কিন্তু, আমাদের ঘরোয়া ক্রিকেটের টপ ক্রিকেটারও এখানে এসে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। আপনি যদি ভারতের ঘরোয়া ক্রিকেটের (আইপিএল) কথা ভেবে দেখেন, তারা বেশ এগিয়ে। তাদের নতুন নতুন অনেক ক্রিকেটার বের হচ্ছে। আইপিএলের মতো বড় আসরে বিপুল সমর্থকদের সামনে খেলে তারা অভ্যস্ত।

আফ্রিদি আরও যোগ করেন, আইপিএলের আসরে ভারতের তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়ে নিজেকে বিশ্ব দরবারে মেলে ধরার সুযোগ পাচ্ছে। টি-টোয়েন্টির তারকা ক্রিকেটারদের সঙ্গে তারা ড্রেসিং রুম শেয়ার করছে। বড় মাপের ক্রিকেটারদের থেকে শিখতে পারছে কি করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে চাপ নিতে হয়, চাপকে সামাল দিতে হয়। আমাদের ক্রিকেটাররা সে সুযোগ পাচ্ছেনা।

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া নিয়ে বলতে গিয়ে আফ্রিদি জানান, আমি বিশ্বাস করি ভারতের মাটিতে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলে সেটি আমাদের ক্রিকেটারদের পারফর্মে উন্নতি করতো। ভবিষ্যতে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিলে তা পাকিস্তানের জাতীয় দলের জন্যই উপকার হবে।

পাকিস্তানের স্কুল পর্যায় থেকেই ক্রিকেটারদের মেধা খুঁজে বের করতে হবে বলে মনে করেন দেশটির টি-টোয়েন্টির বর্তমান দলপতি। আর এ ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে বলেও জানান আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।