ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিককে ফর্মে ফেরাতে হাতুরুসিংহের দাওয়াই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
মুশফিককে ফর্মে ফেরাতে হাতুরুসিংহের দাওয়াই

ঢাকা: সেই ২০১৪ সালের পর টি-টোয়েন্টিতে উল্লেখযোগ্য কোনো ইনিংস আসেনি বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডবল খ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিবর্ণ মুশফিক।

চাপে থাকা দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ফর্মে ফেরাতে এবার এগিয়ে এলেন স্বয়ং কোচ। বললেন, অতিরিক্ত চাপেই খারাপ খেলছে মুশফিক। ফর্মে ফিরতে হলে তাকে চাপমুক্ত হয়ে নির্ভার হয়ে খেলতে হবে।

মনোসংযোগ তাকে রানে ফিরতে সবচেয়ে বেশি সাহায্য করবে বলেও মনে করেন কোচ হাতুরুসিংহে।

টেস্ট ও ওয়ানডেতে যে মুশফিক টাইগারদের জন্য অপরিহার্য একজন ব্যাটসম্যান তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ ব্যাটিং স্তম্ভ নিজের আলো মেলে ধরতে পারছেন টি-টোয়েন্টিতে।

২০১৪ সালে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর দু’বছরে খেলেছেন আরও ১৪টি ম্যাচ। এর মধ্যে মাত্র দুটো ইনিংসে ২০ বা তার বেশি রান করেছেন। আর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচ পর্যন্ত সাত ম্যাচে করেছেন মাত্র ৫৮ রান, যা মুশফিকের নামের পাশে বড়ই বেমানান।

একটি ট্রেনিং সেশন শেষে হাতুরুসিংহে বলেন, কোথাও মুশফিকের একটি ভুল হচ্ছে, সে অতিরিক্ত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। তার চিন্তাধারাকে আরও বেশি জটিল করে তুলছে।

২৭ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যানকে নিয়ে ট্রেনিং সেশনে আশার বাণী শুনিয়েছেন কোচ।

বলেন, টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস খুবই জরুরি। মুশফিক এই মুহূর্তে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। একটি ভালো ইনিংস এখান থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজন। সে আজ (শনিবার) খুবই ভালো একটি নেট সেশন পার করেছে। সে সত্যিই ভালো ব্যাটিং করেছে। আশাকরছি খুব শিগগিরই সে রানে ফিরবে।

সুপার টেনের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে টাইগাররা। সোমবার রাতে ব্যাঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বুধবার খেলবে ভারতের সঙ্গে। সেখান থেকে কলকাতায় এসে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।