ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

গুগল-ডুডলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
গুগল-ডুডলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

ঢাকা: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ নিয়ে নতুন সাজে সেজেছে সার্চ ইঞ্জিন গুগল-অস্ট্রেলিয়া। ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে মাঠে নামবে দুই দল।



বিশ্বমঞ্চের সুপার টেনে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই টাইগারদের পাশাপাশি জয়ের বিকল্প নেই ক্যাঙ্গারুদেরও।

আর হাইভোল্টেজ এ ম্যাচের উত্তেজনায় মেতেছে গুগল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ উপলক্ষে গুগল অস্ট্রেলিয়া নতুন একটি ডুডল তৈরি করেছে। যেখানে শোভা পাচ্ছে দুটি ব্যাট। যার একটিতে রয়েছে বাংলাদেশের লাল-সবুজের আভা। সেখানে ক্লিক করলেই আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের স্কোরসহ আরও নিউজ চলে আসে।

ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ২১ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।