ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বলে বলে বাংলানিউজ আপডেট, বাংলাদেশ ১৫৬/৫

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বলে বলে বাংলানিউজ আপডেট, বাংলাদেশ ১৫৬/৫

বাংলাদেশের মোট সংগ্রহ- ১৫৬ রান, ৫ উইকেট, ২০তম ওভার

খেলা শুরু: বাংলাদেশ সময় রাত ৮টা, সোমবার (২১ মার্চ)
ভেন্যু: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, কর্ণাটক

টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যাটিং:  মাহমুদুল্লাহ-৪৯, মুশফিক-১৫

আউট: সৌম্য সরকার- ১, সাব্বির-১২, মোহাম্মদ মিথুন-২৩, শুভাগত হোম-১৩, সাকিব আল হাসান-৩৩

ওভার ২০
বোলিং- নাইল

১৯.৬: মাহমুদুল্লাহর ১ রান
১৯.৫: ডট বল
১৯.৪: মাহমুদুল্লাহর ২ রান
১৯.৩: মাহমুদুল্লাহর আবারও ব্যাক টু ব্যাক চারের মার
১৯.২: আরও একটি দুর্দান্ত ৪ এর মার মাহমুদুল্লাহর
১৯.১: ১ রান মুশফিকের ব্যাটে

ওভার-১৯
বোলিং-ওয়াটসন

১৮.৬: ৪ রানের দুর্দান্ত হিট মাহমুদুল্লাহর
১৮.৫: ১ রান (বাউন্ডারি লাইনে ফিল্ড)
১৮.৪: মুশফিক তুলে নিলেন আরও ৪ রান
১৮.৩: ১ রান মাহমুদুল্লাহ
১৮.২: ৪ রানের দুর্দান্ত হিট
১৮.২: ওয়াইড বল
১৮.১: ২ রান তুলে নিলেন খুব দ্রুত

ওভার-১৮
বোলিং- ফকনার

১৭.৬: ১ রান মাহমুদুল্লাহর ব্যাটে
১৭.৫: ১ রান মুশফিকের খাতায়
১৭.৪: মুশফিকের ব্যাটে ৪ রান
১৭.৩: ১ রান মাহমুদুল্লাহর
১৭.২: ব্যাক টু ব্যাক ৪ রান মাহমুদুল্লাহর
১৭.১: মাহমুদুল্লাহর ৪ রান

ওভার-১৭
বোলিং- ওয়াটসন

১৬.৬: ডট বল
১৬.৫: ১ রান মাহমুদুল্লাহর
১৬.৪: ডট বল (মাহমুদুল্লাহ)
১৬.৩: ১ রান মুশফিকের ব্যাটে
১৬.২: মাহমুদুল্লাহ ১ রান
১৬.১: মুশফিক ১ রান

ওভার-১৬
বোলিং- জাম্পা

১৫.৬: মুশফিকের ১ রান
১৫.৫: ডট বল
১৫.৪: ১ রান রিয়াদের ব্যাট থেকে
১৫.৩: মুশফিকের ১ রান
১৫.২: সাকিব আল হাসান ক্যাচ আউট হলেন নাইলের হাতে
১৫.১: মাহমুদুল্লাহর ১ রান

ওভার- ১৫
বোলিং- ফকনার

১৪.৬: মাহমুদুল্লাহর ১ রান
১৪.৫: সাকিবের ব্যাটে ১ রান
১৪.৪: ডট বল (বাউন্সার)
১৪.৩: সাকিবের দারুণ ৪ এর মার
১৪.২: ১ রান মাহমুদুল্লাহর
১৪.১: ১ রান সাকিবের ব্যাটে

ওভার-১৪
বোলিং- জাম্পা

১৩.৬: সাকিবের ১ রান
১৩.৫ ডট বল
১৩.৪: লেগ বাই
১৩.৩: সাকিবের ১ রান
১৩.২: ১ রান মাহমুদুল্লাহ
১৩.১: সাকিবের ১ রান


ওভার-১৩
বোলিং-হ্যাস্টিংস

১২.৬: ডট বল
১২.৫: ডট বল
১২.৪: মাহমুদুল্লাহার হউজ ছক্কা
১২.৩: মাহমুদুল্লাহর ৪ রান
১২.২: ডট বল
১২.১: সাকিব ১

ওভার-১২
বোলিং- জাম্পা

১১.৬: ডট বল
১১.৫: ১ রান সাকিবের
১১.৪: ১ রান মাহমুদুল্লাহর
১১.৩: শুভাগত আউট (এলবিডব্লউ)
১১.২: পরের বলেই বাউন্ডারি শুভাগতর
১১.১: হিউজ ছক্কা শুভাগত হোমের

ওভার-১১
বোলিং- ফকনার

১০.৬: শুভাগত ১ রান
১০.৫: ১ রান সাকিবের ব্যাটে
১০.৪: ১ রান শুভাগতর ব্যাটে
১০.৩: ডট বল
১০.২: ডট বল শুভাগত
১০.১: ১ রান সাকিবের

ওভার ১০
বোলিং- জাম্পা

৯.৬: ডট বল (শুভাগত হোম)
৯.৫: ১ রান সাকিবের ব্যাটে
৯.৪: ক্যাচ মিস ফলে ১ রান
৯.৩: হোম প্রথম বলে ডট
৯.২: মিথুন উড়িয়ে মেরে বাউন্ডারি লাইনে ক্যাচ ওয়াটসনের হাতে
৯.১: সাকিবের ১ রান

ওভার ৯
বোলিং- ম্যাক্সওয়েল

৮.৬: সাকিবের আরও ১ রান
৮.৫: সাকিব হাঁকালেন ছক্কা
৮.৪: উঠিয়ে মারলেন ৪ রান
৮.৩: ডট বল সাকিবের ব্যাটে
৮.২: ডট বল (সাকিবের)
৮.১: মিথুনের ১ রান

ওভার ৮
বোলিং- হ্যাস্টিংস

৭.৬: মিথুনের ১ রান
৭.৫: ২ রান মিথুনের (বাউন্ডারি লাইনে ফিল্ডিং) তবে বাউন্ডারির সম্ভাবনা থার্ড আম্পায়ারের নাকচ।
৭.৪: ডট বল মিথুনের হাতে
৭.৩: ডট বল
৭.২: ১ রান সাকিবের
৭.১: ১ ডট বল

ওভার-৭
বোলিং- মিচেল মার্শ

৬.৬: মিথুনের ব্যাটে হিউজ ছক্কা
৬.৫: ১ রান সাকিবের ব্যাটে
৬.৪: ১ রান মিথুনের বলে
৬.৩: ডট বল
৬.২: ডট বল
৬.১: মিথুনের ৪ রান (ক্রিস ছেড়ে বিপজ্জনক হিট)

ওভার ৬
বোলিং- ওয়াটসন

৫.৬: মিথুনের ১ রান
৫.৫: সাকিবের ১ রান
৫.৪: সাকিবের প্রথম হিট ৪ রান
৫.৩: ১ রান মিথুনের
৫.৩: ওয়াইড বল
৫.২: ডট বল মিথুনের
৫.১: সাব্বির আউট (ফকনারের হাতে ক্যাচ)

ওভার-৫
বোলিং- নাইল

৪.৬: ১ রান সাব্বিরের ব্যাটে
৪.৫: ২ রান তুলে নিলেন সাব্বির
৪.৪: মিথুনের ১ রান
৪.৩: ১ রান সাব্বিরের ব্যাটে
৪.২: ডট বল (সাব্বির)
৪.১: ১ রান মিথুনের ব্যাটে


ওভার-৪
বোলিং- হ্যাস্টিংস

৩.৬: ডট বল সাব্বির
৩.৫: ডট বল
৩.৪: সাব্বিরের স্ট্রেইট হিটে ৪ রান
৩.৩: ডট বল সাব্বিরের
৩.২: ৪ রান সাব্বিরের ব্যাটে
৩.১: ডট বল মিথুনের

ওভার-৩
বোলিং- নাইল

২.৬: ১ রান মিথুনের ব্যাটে
২.৫: ১ রান লেগ বাই
২.৪: ২ রান লেগ বাই
২.৩: ডট বল সাব্বিরের ব্যাটে হিট করার জন্য এগিয়ে হাকালেও ব্যাটে বলে হয়নি
২.২: ডট বল সাব্বিরের
২.১: মিথুনের ব্যাটে ১ রান

ওভার-২
বোলিং- ওয়াটসন

১.৬: ডট বল
১.৫: সাব্বিরের ডট বল
১.৪: মিথুনের ১ রান
১.৩: ১ রান লেগ বাই
১.৩: ওয়াইড বল
১.২: আউট (সৌম্য সরকার, দূর থেকে হাত বাড়িয়ে মার, ক্যাচ ম্যাক্সওয়েল’র হাতে
১.১: ডট বল সৌম্য

ওভার ১
বোলিং: নাইল

০.৬: ডট বল (মিথুন)
০.৫: ১ রান সৌম্যর ব্যাটে
০.৪: ডট বল সৌম্য
০.৩: ডট বল (সৌম্য)
০.২: ডট বল (সৌম্য)
০.১: ১ রান মিথুনের ব্যাটে

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, মোহাম্মাদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শুভাগত হোম চৌধুরী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকলাইন সজীব, আল-আমিন, মুস্তাফিজুর রহমান।



অস্ট্রেলিয়া একাদশ
উসমান খাজা, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফকনার, পিটার নেভিল (উইকেটরক্ষক) জন হ্যাস্টিংস, নাথান কোল্টার-নাইল, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।