ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

১৫তম ওভারে চেনা সাকিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
১৫তম ওভারে চেনা সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাধারণত তিনি যে ধারার বোলার, প্রথম দুই ওভারে সে পরিচয় মিলছিলো নো। নিজের তৃতীয় ওভারে যেন খানিকটা পরিচয় দিলেন সাকিব আল হাসান।

গুরুত্বপূর্ণ এ ওভারে ২ রান দিয়ে কট অ্যান্ড বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নারকে।

এই পর্যায়ে অজিদের ওভ‍ারপ্রতি রান তোলার গড় ৮.০৬। জিততে দরকার গড়ে ৭.২০।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২১ রান। গ্লেন ম্যাক্সওয়েল আছেন ৪ রানে। আর মার্শ খেলছেন ১ রানে।

চারটি উইকেটের মধ্যে সাকিব, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান নিয়েছেন একটি করে উইকেট। আরেক উইকেট গেছে রান আউট হয়ে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এইচএ/এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।