ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে রান-রেটে চোখ ধোনির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
টাইগারদের বিপক্ষে রান-রেটে চোখ ধোনির ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সুপার টেনের ম্যাচে ভারতের বিগ-হিটারদের দিকে তাকিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে টাইগারদের বিপক্ষে জিততে রানের চাকা সচল রাখলেই চলবে না, ধোনি জানান দলের রান-রেটও এগিয়ে রাখতে হবে।



বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। তবে, দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় ধোনির দল। নিজেদের তৃতীয় ম্যাচে মাশরাফির বাংলাদেশের বিপক্ষে ২৩ মার্চ বেঙ্গালুরুতে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

আর এ ম্যাচকে পাখির চোখ করে রেখেছেন ধোনি। টিম ইন্ডিয়ার দলপতি জানান, আমরা এখনও টুর্নামেন্টে টিকে রয়েছি। খুব ভালোভাবে বুঝতে পারছি মেগা এই ইভেন্টের সেমিতে যেতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে। নিজেদের পারফর্ম ভালো করার পাশাপাশি দলের জন্য রান রেট এগিয়ে রাখতে হবে। আর সেজন্য আমরা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগকে কাজে লাগাতে চাই।

ধোনি আরও যোগ করেন, প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সে ম্যাচে হেরে আমাদের রান-রেট অনেক নিচে নেমে আসে। পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের কাজে দেবে। তবে, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্টসহ আমরা রান-রেটও এগিয়ে রাখতে চাই।

এদিকে, ছেড়ে কথা বলতে না এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হয়ে খেলা বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররাও। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন, আমরা প্রথম দুটি ম্যাচে হেরেছি। কিন্তু, আমাদের হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ দুটিতে আমরা শক্তভাবে ফিরে আসার চেষ্টাই করবো।

২৩ মার্চ বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।