ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারাবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারাবেন আফ্রিদি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম - ফাইল ফটো

ঢাকা: টি-২০ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন শহীদ আফ্রিদি। এটি পুরনো কথা।

নতুন খবর হলো, নিজের অবস্থান থেকে সরে আসলেও পাকিস্তান দলের অধিনায়কত্ব হারাবেন ৩৬ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শাহরিয়ার খান এমনটিই নিশ্চিত করেছেন। শুধুমাত্র একজন খেলোয়াড় হিসেবে আফ্রিদিকে দলে রাখা হবে কিনা তাও নাকি বিবেচনা করে দেখা হবে। তবে কী তাঁর জাতীয় দলের দরজাটাও বন্ধ হতে যাচ্ছে! সম্প্রতি অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনার কথা বলেছিলেন ‘বুমবুম’ আফ্রিদি।

কলকাতা থেকে লাহোরে ফিরে ‍সাংবাদিকদের শাহরিয়ার খান বলেন, ‘অাফ্রিদি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবে। সে বলেছিল এই ইভেন্ট শেষেই অবসর নেবে। যদি সে নিজের অবস্থান থেকে সরে এসে খেলা চালিয়ে যেতে চায় তবে তাকে খেলোয়াড় হিসেবে দলে রাখা হবে কী হবে না তাও বিবেচনা করা হবে। ’

পাকিস্তান দলে বিদেশি কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান, ‘জুনে ওয়াকারের চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি। এ বিষয়ে আমি ওয়াসিম আকরাম সহ আরো কয়েকজন সাবেক সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছে, আমরা বিদেশি কিংবা স্থানীয় যে কোচই নিয়োগ দিই না কেন তাঁর (কোচ) মধ্যে টিমের সেরাটা বের করে আনার দক্ষতা থাকতে হবে। ’

পিসিবি চেয়ারম্যান যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে আমি বিদেশী কোচের মধ্যে কোনো সমস্যা দেখছি না যেটি অতীতে আমরা ভালোভাবেই পেয়েছি। এর মধ্যে বব উলমার ছিলেন আমাদের সেরা কোচ। ’ প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপ চলাকালীন হোটেল রুমে উলমারকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।