ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে ইংলিশ মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
ভারতের বিপক্ষে ইংলিশ মেয়েদের জয়

ঢাকা: উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ভারতকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল দলটি।

অন্যদিকে, তিন ম্যাচে দুই পরাজয়ে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে গেল ভারতীয় মেয়েদের।
 
মঙ্গলবার (২২ মার্চ) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের দেয়া ৯১ রানের লক্ষ্যটা ৬ বল ও ২ উইকেট হাতে রেখে অতিক্রম করে ইংলিশ মেয়েরা।
 
সর্বোচ্চ ২০ রান আসে তাম্মি বিয়ামন্টের ব্যাট থেকে। নাটালি স্কিভারের ব্যাট থেকে আসে ১৯ রান।
 
ভারতের বাঁহাতি স্পিনার একতা বিস্ট একাই নেন চার উইকেট। তার ঘূর্নিতে ম্যাচ জয়ের কিছুটা আশাও জাগিয়েছিল ভারতের মেয়েরা। হারমানপ্রীত কর নেন দুটি উইকেট। দুই ব্যাটসম্যান পড়েন রান ‍আউটের ফাঁদে।
 
এর আগে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক কার্লট এডওয়ার্ডস। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাল করেন বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ২০ ওভারে ৮ উইকেটে ৯০ রানের বেশি তুলতে দেয়নি ইংল্যান্ড।
 
ভারতের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হারমানপ্রীত কর। এছাড়া অনুঝা পাতিল ১৩ ও অধিনায়ক মিতালী রাজের ব্যাট থেকে  আসে ২০ রান।

হিথার নাইট অফস্পিনের ঘূর্নিতে তুলে নেন সর্বোচ্চ তিনটি উইকেট। অ্যানি শ্রুবসোল দু’টি ও একটি উইকেট লাভ করেন মিডিয়াম পেসার নাটালি স্কিভার। ভারতেরও দুই ব্যাটসম্যান (হারমানপ্রীত ও অনুঝা) রান আউট হয়ে ক্রিজ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।