ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অর্ধশতকের এলিট ক্লাবে গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
অর্ধশতকের এলিট ক্লাবে গাপটিল

ঢাকা: টি-টোয়েন্টিতে ১০টি কিংবা তার বেশি হাফ সেঞ্চুরি করেছেন এমন ক্রিকেটার আছেন ৮জন। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ১০টি হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন মার্টিন গাপটিল।



চন্ডিগড়ে মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে ৩৩ বলে অর্ধশতক তুলে নেন এই ওপেনার।   অর্ধশতকের পথে ৫টি চার ও ৩টি ছক্কা হাঁকান এ ডানহাতি ব্যাটসম্যান। তার এমন ইনিংসে পাকিস্তানের বিপক্ষে বড় স্কোরের পথে রয়েছে কিউইরা।

টি-টোয়েন্টিতে অর্ধশতকের দিক থেকে শীর্ষে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তার অর্ধশতকের সংখ্যা ১৪টি। সমান ১৩টি করে অর্ধশত করে দ্বিতীয় অবস্থানে  ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, সদ্য অবসর নেয়া নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ও শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।