ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ‘জালিম’ দার, থার্ড আম্পায়ার সেই গোল্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
মাঠে ‘জালিম’ দার, থার্ড আম্পায়ার সেই গোল্ড

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচে আম্পায়ার হিসেবে রয়েছেন সেই পাকিস্তানি আলিম দার। যিনি বাংলাদেশকে নিয়ে বরাবরই বিতর্ক তৈরি করে ‘জালিম দার’ (আলিম দার) হিসেবে ‍আখ্যা পেয়েছেন।

এ ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে রয়েছেন আরেক বিতর্কিত ইয়ান গোল্ড।

মূলত গত ২০১৫ বিশ্বকাপের পর থেকেই টাইগার ক্রিকেট ভক্তরা আলিম দারকে ‘জালিম’ দার হিসেবে ডাকা শুরু করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশি আলোড়ন। ইয়ান গোল্ডও সে ম্যাচে দায়িত্বে ছিলেন।

আলিম দার ও ইয়ান গোল্ডের সঙ্গে ‘বিতর্ক’ শব্দটি ওতপ্রোতভাবে জড়ায় গত বছর এই মার্চ মাসেই (১৯ মার্চ) বিশ্বকাপে ভারতের বিপক্ষে নগ্ন বিতর্কের জন্ম দেওয়ায়। এই পাকিস্তানি সে ম্যাচে রুবেল হোসেনের বলে রোহিত শর্মার আউট দেননি। কোমরের নিচের বলকে ‘নো’ ঘোষণা দেন। ইচ্ছাকৃতভাবে এমনটি করা হয়েছিল বলে অনেক টাইগার সমর্থক মনে করেন। পরে রোহিত শর্মা ওই ম্যাচের মোড়ই ঘুড়িয়ে দেন, তার শতকের কাছেই হারতে হয় টিম বাংলাদেশকে।

এরপর বাংলাদেশ যখন ব্যাটিং করছিল তখনও একটি বিতর্কিত সিদ্ধান্ত আসে। হার্ডহিটার মাহমুদুল্লাহ রিয়াদের হাঁকানো শর্ট সীমানা দড়িতে স্পর্শ করে ধরেন ভারতের ফিল্ডার। তবে ওই বলটা ছয় না দিয়ে রিয়াদকে আউট দিয়ে দেন সেই আলিম দার ও গোল্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এ গুরুত্বপূর্ণ ম্যাচে (বুধবার-২৩ মার্চ) আরও রয়েছেন দুই মোড়ল দেশও। মাঠে আলিমের সঙ্গী মোড়ল অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড। খেলায় রেফারি এবং রিজার্ভ আম্পায়ার হিসেবেও রয়েছেন মোড়ল দেশ ইংল্যান্ডের ক্রিস ব্রড ও রিচার্ড কেটেলবরা।

বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে রাত ৮টায় চেনা ভারতের মুখোমুখিতে আম্পায়ার আলিম এবং মোড়লরা ম্যাচ পরিচালনায়। তাই বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের একটু হলেও চিন্তায় থাকতে হচ্ছে! আবারও কি সেই ২০১৫! নাকি সত্যিকারের ক্রিকেটীয় বিজয়। সে অপেক্ষা ম্যাচ পর্যন্তই...।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।