ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশবাসীর কাছে মুশফিকের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
দেশবাসীর কাছে মুশফিকের দুঃখ প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মুশফিক-মাহমুদউল্লাহর ভুলের কারণেই হাতের মুঠোয় থাকা ম্যাচটি ‘অবিশ্বাস্যভাবে’ হাতছাড়া করে বাংলাদেশ! অভাবনীয় নাটকীয় জয় পায় ভারত। জয়োৎসবের বিপরীতে হতাশায় নিমজ্জিত হন কোটি টাইগার সমর্থক।

এমন ভুলের জন্য অনুতপ্ত মুশফিকুর রহিম। দেশবাশীর কাছে বেদনাদায়ক হারের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভারতের বিপক্ষে হারের পেছনে দায় স্বীকার করে নিয়েছেন মুশফিক। তার প্রোফাইল থেকে পাওয়া স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল... কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে... তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।

এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি... হয়তো আমার জন্যই দল হেরে গেছে... সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাঁসি এনে দিতে পারবো। - মুশফিকুর রহিম।

বেঙ্গালুরর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবারের (২৩ মার্চ) ম্যাচটিতে জয়ের শেষ তিন বলে মাত্র ২ রান দরকার ছিল। হাতে ছিল চারটি উইকেট। ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কিন্তু, উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে দু’জনই সাজঘরে ফেরেন। হার্দিক পান্ডের করা ইনিংসের শেষ বলটি ব্যাটেই ছোঁয়াতে পারেননি শুভাগত হোম। সিঙ্গেল নিতে রান আউট হন মুস্তাফিজুর রহমান। ১ রানের ‘অবিশ্বাস্য’ জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে টিম ইন্ডিয়া। এরই সঙ্গে বিশ্বকাপ থেকেও মাশরাফিদের বিদায় নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।