ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটে বাংলা ব্যাস টি-২০ টুর্নামেন্ট শুরু ১৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
সিলেটে বাংলা ব্যাস টি-২০ টুর্নামেন্ট শুরু ১৫ এপ্রিল ছবি: অনিক খান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সিলেটে অনুর্ধ্ব-২১ বাংলা ব্যাস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ১৫ এপ্রিল। সিলেট জেলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ এপ্রিল পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।



ময়মনসিংহসহ দেশের ৮টি বিভাগের ৮টি টিম এ টুর্নামেন্টে অংশ নেবে। প্রতিটি বিভাগের টিমের জন্য স্পন্সর মিললেও ময়মনসিংহ বিভাগীয় টিমের জন্য এখন পর্যন্ত স্পন্সর মেলেনি। এজন্য স্পোর্টস ইন্টারন্যাশনাল ময়মনসিংহের বড় বড় কোম্পানির দৃষ্টি আকর্ষণ করেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন স্পোর্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ম্যানেজার জোনাস ক্রিস্টোফার ম্যান্ডেজ, মার্কেটিং অফিসার ইসরাফিল হাসান দিগন্ত, ব্র্যান্ড ম্যানেজার জোয়েল ডি কস্তা।

স্পোর্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ম্যানেজার জোনাস ক্রিস্টোফার ম্যান্ডেজ জানান, বাংলাদেশে অনুর্ধ্ব-১৯ এর খেলা সব সময় হয়ে থাকে। কিন্তু প্রথমবারের মতো ‘বাংলা ব্যাস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র মধ্যে দিয়ে অনুর্ধ্ব-২১’র খেলা আয়োজন করা হচ্ছে।

ব্র্যান্ড ম্যানেজার জোয়েল ডি কস্তা বলেন, এ টুর্নামেন্টে প্রতিটি বিভাগে জাতীয় দল থেকে দু’জন খেলোয়াড় খেলতে পারবেন। তাদের কোনো বয়স সীমা নেই। টুর্নামেন্টে প্রথম পুরস্কার ৫ লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার ২ লাখ ৫০ হাজার টাকা। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার একটি করে মোবাইল ফোন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন একটি মোটরসাইকেল।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন জানান, ময়মনসিংহ বিভাগ গঠনের পর জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

তিনি ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট টিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।