ঢাকা: গেল কয়েকটা দিনে অনেক ‘ঝড়’ বয়ে গেছে তাসকিন আহমেদের উপর। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ, এর পর ল্যাবে অ্যাকশন পরীক্ষা।
বাংলাদেশ দল যখন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নামার অনুশীলনে ব্যস্ত তাসকিন তখন একাকী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। মাত্রই দেশে ফিরেছন কলকাতা থেকে। মুখখানা মলিন, শুকিয়ে কাঠ হয়ে গেছেন। তরুণ এই পেস সেনসেশনের উপর দিয়ে কঠিন মানসিক চাপই গেছে।
সামনে আবার নিজেকে ত্রুটিমুক্ত প্রমান করার চ্যালেঞ্জ। কঠিন এ সময়েও একটি ব্যাপার তাসকিনকে অভিভূত করে। যা নিয়ে গবর্বোধই করছেন এই ফাস্ট বোলার, ‘দেশবাসী যে পরিমান সাপোর্ট দিচ্ছে, যে পরিমান ভালোবাসা দেখলাম আর বিসিবি যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে-এ জন্য বাংলাদেশ টিমের একজন ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত। ’
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরণের চেষ্টাই করে গেছে গত কয়েক দিন ধরে। পরে রিভিউ আবেদন করলেও শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার।
তাসকিনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আইসিসির উপর ক্ষোভ ফুঁসে ওঠে দেশবাসীর। প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হয় মানববন্ধন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে প্রতিবাদ-সমালোচনার ঝড়। দেশের সকল ক্রিকেটপ্রেমী দাঁড়ায় তাসকিনের পাশে। দূর থেকে সাহস যোগান তারা, প্রকাশ করেন ভালোবাসা। দেশবাসীর এমন ভালোবাসায় অভিভূত তাসকিন।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসকে/আরএম