ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাহানারাদের খালি হাতে ফেরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জাহানারাদের খালি হাতে ফেরা ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের চার ম্যাচেই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের মাটিতে বিশ্বকাপের মঞ্চ থেকে খালি হাতেই ফিরলেন জাহানারা-সালমা-রুমানারা।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে টাইগ্রেসরা।

বিশ্বকাপে এবার জাহানারা আলমের দল বেশ কঠিন গ্রুপে পড়ে। প্রথম তিন ম্যাচে স্বাগতিক ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে লড়তে হয় তাদের। শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ মার্চ) দিল্লির ফিরোজ শাহ কোটলায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েও ৯ উইকেটের বড় ব্যবধানে হারতে হয় নারী দলকে।

বিশ্বকাপের চার ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। বল হাতে লেগস্পিনার রুমানা আহমেদ ৪ ম্যাচে সর্বোচ্চ চারটি উইকেট নেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।