ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউই বধে পাকা নাসির কি এবারও নয়!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
কিউই বধে পাকা নাসির কি এবারও নয়! ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের সঙ্গে ১ রানে হারের পর ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি হয়তো টিম ম্যানেজমেন্টও দারুণভাবে অনুভব করেছে তাকে। কারণ, মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে ম্যাচে যে পরিস্থিতিতে থেকে টাইগাররা হেরে গেছে, সেই পরিস্থিতি থেকে টেনে তিনি দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছিলেন অনেকবার।

সেজন্যে তার নামের পাশে ‘মিস্টার ফিনিশার’ তকমাও জুটে গিয়েছিল।

হতাশার ওই ম্যাচে ‘অনুভূত’ সেই ‘মিস্টার ফিনিশার’ নাসির হোসেনের কি এবারের বিশ্বকাপে আর ‘কোনো ম্যাচ’ খেলা হবে? টুর্নামেন্টে টাইগারদের আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে কি নামা হবে ‍তার? বিশ্বকাপ খেলার জন্য দলের সঙ্গে ভারতে গেলেও মাত্র একটি ম্যাচ (বাছাই পর্বের) খেলা হয়েছে নাসিরের, যেখানে দল খেলেছে বাছাই পর্বের তিনটিসহ ৬টি ম্যাচ।

পুরো টুর্নামেন্টজুড়েই আলোচনা ছিল, বিশ্বকাপে যেখানে সব দলই অভিজ্ঞতাকে বিশেষভাবে মূল্যয়ন করে, সেখানে বাংলাদেশ দল আর নাসির হোসেনের প্রসঙ্গটা যেন ঠিক উল্টো। বিসিবির কর্মকর্তাদেরও কেউ কেউ বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন, ‘একাদশ নির্বাচন ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না- তার উত্তরটা হয়তো টিম ম্যানেজম্যান্টের কাছেই আছে। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে নাসির কেবল একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তা-ও বাছাইপর্বে। হিমাচলের ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে সে ম্যাচে শেষ দিকে নেমে ব্যাট হাতে ৩ রান আর বল হাতে নিয়েছিলেন একটি উইকেট।

নাসির নামের সঙ্গে ওই ম্যাচের পারফরম্যান্স মানানসই না হলেও সেটা পরবর্তী ম্যাচগুলোতে তাকে না খেলানোর যুক্তি হিসেবে মানতে পারেননি ভক্তরা। সেই ভক্তরা টুর্নামেন্টের শেষে এসেও ক্ষোভ ঝেড়ে জানতে চাইছেন, ‘নাসির কি তার ‘প্রিয় প্রতিপক্ষ’ নিউজিল্যান্ডের সঙ্গেও খেলার সুযোগ পাবেন না?’

নিউজিল্যান্ডকে নাসিরের ‘প্রিয় প্রতিপক্ষ’ বলা হচ্ছে তার পারফরম্যান্স বিশ্লেষণ করেই। এরমধ্যে কিউইদের বিপক্ষে টাইগার ব্যাটসম্যানদের মধ্যে তার সর্বোচ্চ রানের বিষয়টি উল্লেখযোগ্য।

এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৩টি টি-টোয়েন্টি। এর দু’টিতে খেলা হয়েছে নাসিরের। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের বিপক্ষে প্রথমবার দেখায়ই নাসির করেছিলেন অর্ধশতক। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ৩৯ বলে ৬টি চার ১টি ছক্কার ৫০ রানের ইনিংসে হারের ব্যবধান কমিয়েছিলেন নাসির।

পরেরবার ২০১৩ সালে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০ বলে ৪টি চারে খেলেন ২৮ রানের ইনিংস। ওই ম্যাচে মুশফিকুর রহিম খেলেন ৫০ রানের ইনিংস। কিউদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নাসির আর মুশফিক ছাড়া অর্ধশতকের দেখা পাননি আর কোনো টাইগার ব্যাটসম্যান।

টাইগারদের ‘সান্ত্বনা’ খোঁজার শেষ লড়াইয়ে নাসির কি পাবেন সুযোগ তার এই ‘প্রিয় প্রতিপক্ষ’ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার?


বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।