ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের মাটিতে বিদায় বলবেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
দেশের মাটিতে বিদায় বলবেন আফ্রিদি

ঢাকা: ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ধারণা করা হয় সে ম্যাচের পরই নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেবেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।



ম্যাচ শেষে আফ্রিদি জানিয়েছিলেন, এখনও অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
 
বিশ্বমঞ্চে সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হারে আফ্রিদির দল। আর তৃতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধারা বজায় রাখে পাকিস্তান। সুপার টেনের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেনে বিদায় নিতে হয় আফ্রিদি বাহিনীকে।

কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষে আফ্রিদি জানিয়েছিলেন, সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হচ্ছে আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। আমি আমার ক্যারিয়ারের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে, ২০১৪ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার পাওয়া আফ্রিদি অবসর নিয়ে কিছু না জানালেও খুব দ্রুত এ ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেন।

আফ্রিদি জানান, আমি পাকিস্তানে ফিরে ৪-৫ দিনের মধ্যেই অবসর প্রসঙ্গে কথা বলবো। এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। আমার দেশের মাটিতেই এ ব্যাপারে ঘোষণা দিতে চাই। নিজের দেশ ছাড়া অন্য কোনো জায়গা এর থেকে ভালো হতে পারেনা। আমি সেদিকেই নিজের দৃষ্টি রেখেছি।

৩৬ বছর বয়সী আফ্রিদি পাকিস্তানের হয়ে সাদা পোশাকে মাত্র ২৭টি টেস্ট খেলেছেন। ওয়ানডেতে খেলেছেন ৩৯৮টি ম্যাচ। ক্রিকেটের এই দুই ফরমেটকে বিদায় জানানো এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯৮ ম্যাচ খেলেছেন। ক্রিকেটের ক্ষুদ্র এই ফরমেটে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একশ ম্যাচ খেলার মাইলফলক কী ছুঁতে পারবেন আফ্রিদি? আফ্রিদির মতো অপেক্ষায় তার লাখো ভক্ত।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।