ইডেন গার্ডেন্স থেকে: প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেন্সে চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘২’র ম্যাচ।
টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা।
শনিবার (২৬ মার্চ) বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এ ম্যাচে এত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি সত্যিই অবাক করার মতো। কেননা মাঠে নেই স্বাগতিক ভারত। স্বাগতিকরা খেললে হয়তো ৬৬ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়াম ইতোমধ্যেই কানায় কানায় ভরে উঠতো। কিন্তু তারপরও ২৫ হাজার দর্শকইবা কম কিসের?
ইডেন গার্ডেন্সের এ পরিমাণ দর্শক ঢাকার মিরপুরে হলে স্টেডিয়ামের কানায় কানায় ভরে উঠতো কেননা, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ের গ্যালারির ধারণক্ষমতাই ২৫ হাজার!
টাইগার ও কিউদের এ ম্যাচে ইডেন গার্ডেন্সে সব চাইতে বেশি লক্ষ্য করা যাচ্ছে ‘এ’ ও ‘কে’ ব্লকের গ্যালারিতে। এ দু’টি গ্যালারিই উপর ও নিচ তলার আসনগুলো একেবারে পরিপূর্ণ। আর দুই গ্যালারিতেই সব চাইতে বেশি বাংলাদেশি সমর্থক বসেছেন। সেখান থেকেই পতাকা উচিয়ে সমর্থন জানিয়ে যাচ্ছেন লাল-সবুজের দলের জন্য।
এরপর সবচাইতে বেশি দর্শক সমাগম লক্ষ্য করা যাচ্ছে, ‘ডি’ ব্লকের গ্যালারিতে। রোদের তীব্রতায় গ্যালারির উপরতলায় দর্শক সমাগম কম হলেও নিচ তলা দর্শকে ঠাসা।
মজার ব্যাপার হলো, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এ ম্যাচটি দেখতে আসা সমর্থকদের বেশিরভাগ স্থানীয় হওয়ায় সবাই দু’দলের জন্য হাততালি দিয়ে ও চিৎকার করে সরগরম তুলছেন পুরো কলকাতার ইডেন গার্ডেন্স।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৬
এইচএল/এসএইচ