ঢাকা: শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে মাঠে বাজে আচরণ প্রদর্শন করেন ইংল্যান্ডের জেসন রয় ও ডেভিড উইলি। এর জের ধরে দু’জনকেই জরিমানার আওতায় এনেছে আইসিসি।
শনিবারের (২৬ মার্চ) ম্যাচটিতে ১০ রানের জয়ে সুপার টেনের গ্রুপ ‘ওয়ান’ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর সেমিতে পা রাখে ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট হারিয়ে ১৬১ রান করতে সমর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল। কিন্তু, বেন স্টোকসের করা অসাধারণ ওভারটিতে মাত্র ৪ রান নিয়ে দলকে হতাশা উপহার দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫৪ বলে ৭৩ অপ.)।
ইংল্যান্ড ইনিংসের ১৩তম ওভারে লেগ স্পিনার জেফরি ভান্ডারসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রয় (৪২)। তবে আম্পায়ারের আউটের সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেন তিনি। এমনকি, মাঠ ছাড়ার মুহূর্তে অশোভন ভাষায় কথা বলার পাশাপাশি রাগের মাথায় ব্যাট ও হেলমেট ছুঁড়ে মারেন।
অন্যদিকে, বল হাতে চার ওভারে ২৬ রানের বিনিময়ে দু’টি উইকেট লাভ করেন উইলি। লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারে তার বলে ইয়ন মরগানের তালুবন্দি হন মিলিন্ডা সিরিবর্ধনে (৭)। তাৎক্ষণিকভাবে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখিয়ে সিরিবর্ধনেকে উদ্দেশ্য করে অবজ্ঞাসূচক মনোভাব প্রদর্শন করেন। অশোভন ভাষায় কথা বলে লঙ্কান ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ারও ইঙ্গিত দেন এ বাঁহাতি পেসার।
রয় আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেন-১ এর আর্টিকেল ২.১.৫ ও উইলি আর্টিকেল ২.১.৭ লঙ্ঘণ করেছেন। মাঠের দুই আম্পায়ার সহ তৃতীয় ও চতুর্থ ম্যাচ অফিসিয়ালের অভিযোগের ভিত্তিতে দু’জনকে জরিমানা করার প্রস্তাব করেন ম্যাচ রেফারি জেফ ক্রো। দু’জনই শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আর শুনানির প্রয়োজন হবে না।
প্রথমবার এ ধরনের অপরাধের (লেভেল-১) সর্বনিম্ন শাস্তি অফিসিয়াল তিরস্কার ও সর্বোচ্চ ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আরএম