ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের গ্রুপ ওয়ানের ম্যাচে খেলছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়মরক্ষার ম্যাচে আগে ব্যাট করে সেমিফাইনালিস্ট ক্যারিবীয়দের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে আফগানরা ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে।
নাগপুরে অনুষ্ঠিত সুপার টেনের ৩০তম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের দলপতি ড্যারেন স্যামি। ব্যাটিংয়ে নেমে আফগানদের ইনফর্ম ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ২২ বলে দুটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২৪ রান করেন। আরেক ওপেনার উসমান গনি ৪ রান করে বিদায় নেন।
দলপতি আসঘার স্তানিকজাই ২২ বলে ১৬ রান করেন। মোহাম্মদ নবী ৯ রান করে বিদায় নেন। মিডল অর্ডারে নামা নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে অপরাজিত ৪৮ রান। ৪০ বলে চারটি চার আর একটি ছক্কায় তিনি এ রান করেন।
ক্যারিবীয়দের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন স্পিনার স্যামুয়েল বদ্রি। এছাড়া ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে দুটি উইকেট নেন আন্দ্রে রাসেল। একটি করে উইকেট পান সুলেমান বেন আর ড্যারেন স্যামি।
সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এ ম্যাচে বিশ্রামে রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এ ম্যাচের মধ্যদিয়ে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় বিপিএলে বরিশাল বুলসের হয়ে দুর্দান্ত খেলে যাওয়া এভিন লুইসের।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৬
এমআর