ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির ব্যাটে চড়ে সেমিতে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কোহলির ব্যাটে চড়ে সেমিতে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের কাছে হার মানল অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে অজিদের ছয় উইকেটে হারিয়ে জয়োল্লাসে মাতে ভারত।

ব্যাট হাতে কোহলির ৮২ রানের (৫১ বল) অপরাজিত ইনিংসে ১৬১ রানের লক্ষ্যটা পাঁচ বল বাকি থাকতেই টপকে যায় টিম ইন্ডিয়া।

আগামী ৩১ মার্চ দ্বিতীয় সেমিতে গ্রুপ ‘ওয়ান’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা।

রোববার (২৭ মার্চ) মোহালির বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ছয় উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লে’র ছয় ওভারে ৩৭ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ান (১৩) ও শেন ওয়াটসনের বলে ক্লিন বোল্ড হন রোহিত শর্মা (১২)। ব্যক্তিগত ১০ রানে ওয়াটসনের দ্বিতীয় শিকারে পরিণত হন সুরেশ রায়না।

ইনিংসের ১৪তম ওভারে কোহলি-যুবরাজের ৪৫ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙে। জেমস ফকনারের বলে ওয়াটসনের দুর্দান্ত ক্যাচে মাঠ ছাড়েন যুবরাজ সিং (২১)। তবে অপর প্রান্ত আগলে রাখেন কোহলি।

শেষ তিন ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৩৯। জেমস ফকনারের করা ১৮তম ওভারের প্রথম পাঁচ বলে ১৭ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন কোহলি। তাঁর ৮২ রানের ঝড়ো ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কার ‍মার। উইনিং শট খেলে ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অজি বোলারদের মধ্যে ওয়াটসন দু’টি লাভ করেন। একটি করে উইকেট নেন নাথান কোল্টার নাইল ও ফকনার।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন উসমান খাজা (১৬ বলে ২৬) ও অ্যারন ফিঞ্চ। ওপেনিং জুটিতে ৪.২ ওভারে আসে ৫৪ রান। অষ্টম ওভারের মাথায় মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। দশম ওভারে যুবরাজের বলে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হন অধিনায়ক স্টিভেন স্মিথ (২)। এরপরই চাপের মুখে পড়ে অজিরা।

দলীয় একশ রানের মাথায় আউট হন ফিঞ্চ (৩৪ বলে ৪৩)। জাসপ্রিত বুমরাহর স্লোয়ারে স্ট্যাম্প ভাঙে গ্লেন ম্যাক্সওয়েলের (৩১)। ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডের বলে বিরাট কোহলির তালুবন্দি হন জেমস ফকনার (১০)। শেন ওয়াটসন ১৮ ও পিটার নেভিল দুই বলে ১০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬০।

ভারতের হয়ে পান্ডে দু’টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন আশিষ নেহরা, রবিচন্দ্রন অশ্বিন, যুবরাজ ও বুমরাহ। উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন দলের সেরা স্পিনার অশ্বিন (দুই ওভারে ৩১)।

অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন অজিদের দুঃস্বপ্ন উপহার দেওয়া কোহলি।

টি-টোয়েন্টিতে এ নিয়ে ১৩ বারের দেখায় ৯টিতে জিতল ভারত। অজিদের জয় চার ম্যাচে। বিশ্বকাপ মঞ্চে পাঁচবারের মুখোমুখি লড়াইয়েও লিড নিল টিম ইন্ডিয়া (৩-২)।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।