ঢাকা: পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে অপমান করা হয়েছে ভারতীয় এক টেলিভিশনে! রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে এমন বাজে ঘটনার শিকার হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
গ্রুপপর্বে অজিদের বিপক্ষে বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
এ সময় ভিডিওতে দেখা যায় ওয়াসিম ভীত হয়ে পড়েন। চেয়ার ছেড়েও উঠে দাঁড়ান তিনি। পরে অবশ্য খুব দ্রুতই তার সামনে থেকে ক্যামেরা সরিয়ে ফেলা হয়।
এদিকে একই রকম ঘটনা ভারতীয় সাবেক স্পিনার মুরালি কার্তিকের বেলায় ঘটেছে বলে জানা যায়। ভারতের আরেকটি টিভি ‘এপিবি নিউজে’ তিনি মতামত দেওয়ার সময় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে।
ওয়াসিমের সঙ্গে এমন আচরণের পর অবশ্য ভিন্ন মত প্রকাশ করেছেন আজ-তাক টিভি উপস্থাপক ও রিপোর্টার ভিকরান্ত গুপ্তা। তিনি তার টুইটারে লেখেন, ‘বন্ধুরা উত্তেজিত হওয়ার কিছু নেই। ওয়াসিম আকমারের সঙ্গে কোন খারাপ ব্যবহার করা হয়নি। শুধুমাত্র কয়েকজন লোক ক্যামেরার সামনে গিয়েছিলো। ব্যাস, এটাই হয়েছিলো। ’
এ ঘটনার বিপরীতে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল, ‘আমাদের কিংবদন্তির সঙ্গে যা হয়েছে, সেটা খু্বই দুঃখজনক। এ ব্যাপারটি কঠোরভাবে তদন্ত করা হোক। ’
ভিডিও লিংক:
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৬
এমএমএস