ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন নিষিদ্ধ ঘোষিত পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে সোমবার (২৮ মার্চ) থেকে কাজ শুরু করেছেন এ পেসার।

দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বোলিং অনুশীলন করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে তাসকিনকে। এবার যাতে বাউন্সারেও কোনো খুঁত ধরা না পড়ে সে চেষ্টাই করে যাচ্ছেন এ ডানহাতি পেসার।

চেন্নাইয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষায় নরমাল ডেলিভারিতে তার কোনো ত্রুটি পাওয়া যায়নি। ৯টি বাউন্সারের মধ্যে ৩টি বাউন্সারে ত্রুটি পাওয়া যায় বলে প্রতিবেদন প্রকাশ করা হয়।

ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে। তাতে কাজ না হলে রিভিউ আবেদন করে বিসিবি। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার।

ফলে, আবার বোলিং পরীক্ষা দিয়ে বৈধতার সার্টিফিকেট নিয়ে তাসকিনকে ফিরে আসতে হবে। প্রথমদিনের ইনডোর-অনুশীলনে তাসকিনকে দেখে বেশ আত্মবিশ্বাসী মনে হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।