ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আনুশকা ইস্যুতে রেগে আগুন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আনুশকা ইস্যুতে রেগে আগুন কোহলি

ঢাকা: মোহালিতে দুর্দান্ত ব্যাটিং করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলকে পৌঁছে দিয়েছেন বিরাট কোহলি। এক কোহলির কাছেই হেরে যায় অস্ট্রেলিয়া।

এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সট্রাগ্রাম আর টুইটারে কোহলির সাবেক প্রেমিকা ভারতীয় অভিনেত্রী আনুশকা শর্মাকে জড়িয়ে নেতিবাচক মন্তব্য প্রকাশ করা শুরু হয়।

আর এমন ঘটনায় বেশ চটেছেন কোহলি। তিনি জানান, নিয়মিত এ ধরনের মন্তব্য করা মানুষের অভাব নেই। আমাকে আর আনুশকা শর্মাকে নিয়ে যারা প্রতিনিয়ত এ ধরনের বাজে মন্তব্য ছড়িয়ে বেড়াচ্ছেন তাদের লজ্জা থাকা উচিৎ।

আনুশকার সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ার পর থেকেই কোহলি তার আগের ফর্মে ফিরেছেন, আনুশকাই ছিলেন কোহলির শনির দশা, রাবন দূর হওয়ার পরই কোহলি খেলায় মনযোগ দিয়েছেন, সুন্দরী আনুশকাকে বিদায় করার মতো অজিদের বিশ্বকাপ থেকে কোহলি বিদায় করেছেন, আনুশকা থেকে মুক্তি পেয়ে কোহলি হতাশা কাটিয়ে উঠেছেন, এতোদিন আনুশকাই ছিলেন ভারতের ব্লাকক্যাট... এ ধরনের ব্যঙ্গাত্মক মন্তব্য আর মেসেজ বেশ চটিয়ে দেয় ভারতের এই তারকা ব্যাটসম্যানকে।

সোশ্যাল মিডিয়ায় কোহলি-আনুশকাকে নিয়ে এমন অপমানজনক মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি অজিদের বিপক্ষে ম্যাচে নায়ক। বাধ্য হয়ে তিনি টুইট করে জানান, ‘আপনাদের লজ্জা হওয়া উচিৎ প্রতিনিয়ত আনুশকাকে নিয়ে এমন মন্তব্য করার জন্য। কিছু সমবেদনা আছে। সে বরাবরই আমাকে পজিটিভিটি দিয়েছে। ’

বিরক্ত কোহলি তার ইন্সট্রাগ্রামে লেখেন, ‘আনুশকাকে নিয়ে যারা দীর্ঘসময় ধরে বাজে মন্তব্য করছেন তাদের লজ্জিত হওয়া উচিৎ। যারা তার ব্যাপারে নেতিবাচক মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন তাদের লজ্জা থাকা দরকার। যারা এমন করেও নিজেকে শিক্ষিত মনে করছেন তাদের লজ্জা করা উচিৎ। আমার খেলার উপর আনুশকার কোনো প্রভাব ছিলনা, তারপরও যারা তাকে নিয়ে মজা করছেন তাদের লজ্জিত হওয়া উচিৎ। সে আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে আমাকে পজিটিভিটি করেছিল। অনেক সময় পেরিয়ে গেছে।

তিনি আরও লেখেন, আমার এই পোস্টের দ্বারা কারও বাহবা’র দরকার নেই। আনুশকাকে সম্মান পাওয়ার যোগ্য। আপনাদের বোন, বান্ধবী কিংবা স্ত্রীকে নিয়ে কেউ যদি এমন বাজে মন্তব্য করেন তবে আপনাদের কেমন লাগবে। ধিক্কার জানাই সেই সব মানুষকে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।