ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ ম্যাচে প্রোটিয়াদের সঙ্গী জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
শেষ ম্যাচে প্রোটিয়াদের সঙ্গী জয়

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছিল সেমিফাইনালের আগেই বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দিল্লিতে অনুষ্টিত এ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ ম্যাচে জয় সঙ্গী করেছে প্রোটিয়ারা।



বিশ্বকাপের ৩২তম ম্যাচে আগে ব্যাট করা দিনেশ চান্দিমালের শ্রীলঙ্কা প্রোটিয়াদের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১২০ রান করেই অলআউট হয়। জবাবে, ১৪ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ফাফ ডু প্লেসিসের দল।
 

লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার দিলশান। আরেক ওপেনার চান্দিমালের ব্যাট থেকে আসে ২১ রান। শ্রীবর্ধানে ১৫ ও শানাকা অপরাজিত ২০ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পাননি।

প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট ভাগাভাগি করেন কাইল অ্যাবোট, অ্যারন ফাঙ্গিসো এবং ফারহার বেহারদিয়েন। একটি উইকেট নেন ডেল স্টেইন এবং ইমরান তাহির।

১২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ৯ রান করে বিদায় নেন। আরেক ওপেনার হাশিম আমলা ৫২ বলে ৫টি চার আর একটি ছক্কায় ৫২ রান করে অপরাজিত থাকেন। মাঝে দলপতি প্লেসিস ৩৬ বলে ৩১ রান করে সাজঘরে ফেরেন। চার নম্বরে নামা এবিডি ভিলিয়ার্স ১২ বলে দুটি ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন।

১৭.৪ ওভার ব্যাট করে জয় তুলে নেয় প্রোটিয়ারা। ম্যাচ সেরা হন অ্যারন ফাঙ্গিসো।


 

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ২৮ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।