ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে ফিরছেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ক্যারিবীয়দের বিপক্ষে ফিরছেন স্টার্ক মিচেল স্টার্ক - ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরবেন মিচেল স্টার্ক। পায়ের গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে অস্ট্রেলিয়ার পেস তারকা।

সিরিজ শুরু হতে দুই মাসেরও বেশি সময় বাকি থাকলেও দল ঘোষণা করেছে অজিরা।

 

ভারতের বিপক্ষে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে পড়া অজিদের পরবর্তী আন্তর্জাতিক সিডিউল এই ত্রিদেশীয় ওডিআই সিরিজ।

 

১৬ সদস্যের স্কোয়াডে স্টার্ক ছাড়াও টেস্টের নিয়মিত মুখ নাথান লিওন ও দু’টি টি-২০ খেলা ট্র্যাভিস হেডকে রাখা হয়েছে। গত বছরের নভেম্বরের শেষদিকে স্টার্ক তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

আগামী ৩ জুন সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। দু’দিন পর (৫ জুন) নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবেন স্মিথ-ওয়ার্নাররা। এ ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর বোলিংয়ে ফিরতে পারেন স্টার্ক।

অজি স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কোল্টার নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লিওন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।