ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমি কেকেআর’ প্রচ্ছদে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
‘আমি কেকেআর’ প্রচ্ছদে সাকিব

ঢাকা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। আইপিএলের এই আসরেও শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতার প্রচার-প্রচারণা।

নতুন আসরে কলকাতা নাইট রাইডার্সের শ্লোগান ‘আমি কেকেআর’। প্রচারণা চালাতে কলকাতার দলটি তাদের নতুন প্রচ্ছদে জায়গা দিয়েছেন দলের অন্যতম ভরসা সাকিবকে।

এ বছরের আইপিএল শুরু হবে ৯ এপ্রিল। কলকাতার প্রচ্ছদে অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে রয়েছেন সাকিব এবং ইউসুফ পাঠান।

২০১১ সালে আইপিএলে শাহরুখ খানের ফ্র্যাঞ্চইজি আইপিএলে প্রথমবারের মতো সাকিবকে কিনে নেয়। নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার তিন বছরের চুক্তির আওতায় থাকেন। ২০১৪ সালে ২ কোটি ৮০ লাখ রুপিতে আবারো সাকিবকে দলে নেয় কলকাতা। এবারো শাহরুখের দলটি তাকে রেখে দিয়েছে।

এ পর্যন্ত আইপিএলে কলকাতার হয়ে ৩২ ম্যাচ খেলে ৩৮৩ রান করার পাশাপাশি ৩৮টি উইকেট শিকার করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।