ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের লক্ষ্যে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ফাইনালের লক্ষ্যে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

এ ম্যাচে যে দলই জয় পাবে তারাই ৩ এপ্রিল কলকাতার ফাইনালে পা রাখবে। তাই বেশ হিসেব-নিকেশ করেই মাঠে নামছে দু’দল।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। গ্রুপপর্বে তারা স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিলো। কিউইরা এর আগে একবারই টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলো (২০০৭)।

এদিকে ইংল্যান্ড গ্রুপপর্বে চার ম্যাচে তিনটিতে জয় পেয়ে শেষ চার নিশ্চিত করে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি।
 
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।