রাজশাহী: রাজশাহীসহ দেশের ৮টি বিভাগীয় দল নিয়ে ‘বাংলা ব্যাশ টি-টোয়েন্টি অনূর্ধ্ব ২১ ক্রিকেট টুর্নামেন্ট’ মাঠে গড়াচ্ছে ১৫ এপ্রিল।
এ উপলক্ষে বুধবার (৩১ মার্চ) বিকেলে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজক স্পোর্টস ইন্টারন্যাশনালের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়।
এতে টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল।
বক্তব্য রাখেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নফিউস সামস প্যাডি ও স্পোর্টস ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ম্যানেজার জোনাস ক্রিস্টোফার ম্যান্ডেজ।
এছাড়া রাজশাহী বিভাগের তারকা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, দেশে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যেই আগামী ১৫ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে এ টুর্নামেন্ট। তবে আয়োজকদের সিদ্ধান্তে দেশের আট বিভাগে পর্যায়ক্রমে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। তারই অংশ হিসেবে বুধবার রাজশাহীতে এ সংবাদ সম্মেলন।
রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল বলেন, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার আপ দল পাবে আড়াই লাখ টাকা।
এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান আব দ্যা সিরিজের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএস/জেডএস